বর্ষা বৃষ্টিতে খানাখন্দে ভরে গেছে বরিশাল নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো। এতে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। সবচেয়ে বেশি সমস্যায় পড়েন রোগীবাহী যানাবাহন। নগরবাসীর ভোগান্তি হলেও সড়ক সংস্কারে নজর নেই কর্তৃপক্ষের।
জানা যায়, নগরীর বান্দ রোড দিয়ে প্রতিদিন বাস, পণ্যবাহী ট্রাকসহ কয়েক হাজার যানবাহন চলাচল করে। অটোরিকশা চালক মিলন বলেন, নগরীর রূপাতলী থেকে লঞ্চঘাট পর্যন্ত প্রতিদিন শতাধিক অটোরিকশা চলাচল করে। বান্দ রোডের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে ভিআইপি কলোনি গেট পর্যন্ত এলাকায় সমস্যায় পড়েন রোগী ও স্বজনরা। একটু বেখেয়াল হলেই সড়কের মধ্যে সৃষ্টি হওয়া খানাখন্দে পড়ে যেতে হয়। এতে যাত্রীরা আহত হওয়ার ঘটনা ঘটছে প্রতিনিয়ত। অসুস্থ রোগীকে দেখতে এসে অনেকেই দুর্ঘটনার শিকার হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন।
হাসপাতালের সামনের ব্যবসায়ীরা বলেন, বরিশাল নগরীতে পাঁচ বছর গ্যারান্টি দিয়ে বান্দ রোড সড়কটি করা হয়েছে। নির্দিষ্ট মেয়াদ শেষ হয়েছে। বর্তমানে কয়েক দিনের বর্ষায় সড়কটিতে খানাখন্দ সৃষ্টি হয়েছে। এই খানাখন্দ এড়িয়ে চলতে গিয়ে দুর্ঘটনায় পড়ে বিভিন্ন যানবাহন। সবচেয়ে বেশি সমস্যায় পড়ে রোগীবাহী যানবাহন। অন্য জেলা-উপজেলা থেকে রোগী নিয়ে আসা যানবাহন খানাখন্দে পড়ে। এতে রোগীরা আরও অসুস্থ হয়ে পড়ে। নগরীর সিংহভাগ পণ্যবাহী ট্রাক এ রোড দিয়ে প্রবেশ করে। এসব ট্রাক খানাখন্দ দিয়ে চলার সময় বড় ধরনের দুর্ঘটনায় পড়ার শঙ্কা রয়েছে। বৃষ্টিতে রাস্তার বেহাল দশা হলেও নজর নেই সিটি করপোরেশনের।
এ বিষয়ে বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী বলেন, এটা একটা গুরুত্বপূর্ণ সড়ক। হাজারো রোগীবাহী যানবাহনসহ অসংখ্য যানবাহন চলাচল করে। সড়কটিতে ব্যাপক খানাখন্দ সৃষ্টি হয়েছে। দ্রুত সময়ের মধ্যে মেরামত করা জরুরি। বিষয়টি নিয়ে প্রশাসকের সঙ্গে আলোচনা করতে হবে।