গরমে পাউডারের ব্যবহার বেড়ে যায়। কারণ- ঘাম ও ত্বক থেকে নিঃসৃত তেল শোষণ করে। তাই গরমের সময় পাউডার ব্যবহার করলে খানিকটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলা যায়। এ বিষয়ে রইল বিশেষজ্ঞদের মতামত-
► পাউডার তেল ও ঘাম শোষণ করে। মেকআপে ‘ম্যাট লুক’ আনতে কাজে দেয়। ট্যালকম পাউডার তো বটেই, মেকআপের সময় ব্যবহৃত কমপ্যাক্ট পাউডারও কিন্তু ত্বকের বাড়তি তেল শোষণ করে নেয়। পাশাপাশি বাড়ায় মেকআপের স্থায়িত্ব।
► পাউডার ঘামাচি প্রতিরোধে সহায়তা করে। আবার ঘামাচি প্রতিকারেও কাজে দেয়।
► ঘাম শোষণ হয়ে গেলে ঘামের দুর্গন্ধের ঝুঁকি এমনিতেই কমে যায়। তাছাড়া কোনো কোনো পাউডারে বাড়তি সুগন্ধি উপকরণও থাকে। এগুলোও ব্যবহার করা যেতে পারে।
গরম আবহাওয়ায় বা রোদে যাওয়ার আগে ত্বকে পাউডার লাগিয়ে নিতে পারেন। বাইরে যাওয়ার আগে সান প্রোটেকশন ফ্যাক্টরসমৃদ্ধ পাউডারও লাগাতে পারেন। বিশেষত যখন ধুলাবালুযুক্ত আবহাওয়ায় আপনাকে বেরোতে হচ্ছে, তখন রোদ থেকে সুরক্ষা পেতে সানস্ক্রিন ক্রিম বা লোশনের চেয়ে এ ধরনের পাউডার বেছে নেওয়া ভালো। তবে খুব পুরু স্তর করে পাউডার লাগানো উচিত নয়। ঘন ঘন পাউডার প্রয়োগ করা থেকেও বিরত থাকুন।
তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া