জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলুকে উল্টো ‘জামায়াতের দালাল’ বলে আখ্যা দিয়েছেন বিরোধী দলের চিফ হুইপ ও জাতীয় পার্টির নেতা তাজুল ইসলাম চৌধুরী।
জিয়াউদ্দিন আহমেদ বাবলুর এর আগে তাকে (তাজুল ইসলাম চৌধুরী) নিয়ে করা মন্তব্য অপপ্রচার বলেও দাবি করেন তিনি।
তাজুল ইসলাম বলেন, ‘৫ জানুয়ারি নির্বাচনে অংশ নেওয়ায় আমার ওপর হামলা হয়। আমার বাড়ি পুড়িয়ে দেয় জামায়াত-শিবির। আজ বাবলু বলছে, আমি না কি জামায়াতের দালাল। আসলে উনিই জামায়াতের দালাল। কারণ, আমরা সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা নিয়েছি। প্রতিকূলতার মাঝেও নির্বাচনে অংশ নিয়েছি।’
আজ সন্ধ্যায় জিয়াউদ্দিন আহম্মেদ বাবলুর মন্তব্যের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তাজুল ইসলাম চৌধুরী।
তিনি আরও বলেন, ‘আমি ৩৫ বছর ধরে এমপি (সংসদ সদস্য)। আমি যুদ্ধাপরাধী হলে আমার এলাকার লোক আমাকে ভোট দিত না। আমি সাতবারের এমপি। আমি জাতীয় পার্টির প্রতিষ্ঠাকালীন সদস্য।’
তাজুল ইসলাম বলেন, ‘উপনেতা না হতে পেরে বাবলুর গাত্রদাহ শুরু হয়েছে। আমরা উপনেতা হিসেবে কাজী ফিরোজ রশিদকে মনোনীত করেছি। আমরা ঐক্যবদ্ধ। বাবলু আমাদের ঐক্য বিনষ্ট করে জামায়াত-বিএনপিকে শক্তিশালী করার যতই ষড়যন্ত্র করুক কোনো লাভ হবে না। আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করেছি, ঐক্যবদ্ধ আছি, থাকব। জামায়াত-বিএনপির চক্রান্তে আমরা পা দেব না।’
তিনি আরও বলেন, ‘জামায়াত–শিবির ৫ জানুয়ারির নির্বাচনের আগে আমার বাসায় আগুন দেয়, আমার ওপর হামলা চালায়। আমি কি করে দালাল হব? জাতিই বাবলুর ওই ঘৃণ্য মিথ্যা ও অপপ্রচারের বিচার করবে।’