ফিলিস্তিনি বেদুইনদের সরিয়ে দেওয়ার ইসরায়েলি পরিকল্পনা আটকাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের ত্রাণবিষয়ক সংস্থা (ইউএনআরডব্লিউএ)। এর আগে পশ্চিমতীরের মধ্যভাগে বসবাসরত ফিলিস্তিনি বেদুইনদের সরানোর পরিকল্পনার কথা প্রকাশ করে ইসরায়েল। এ কার্যক্রম ওই অঞ্চলে সহিংসতা সৃষ্টি করবে বলে মন্তব্য করেছে ইউএনআরডবি্লউএ।
সংস্থাটির কমিশনার জেনারেল পিয়েরে ক্রাহেনবুল বলেন, জোরপূর্বক এ ধরনের স্থানান্তর স্পষ্টতই চতুর্থ জেনেভা সম্মেলনের লঙ্ঘন। এএফপিকে দেওয়া এক বিবৃতিতে তিনি আরও বলেন, সম্ভবত অবৈধভাবে আরও ইহুদি বসতি স্থাপনের লক্ষ্যেই দেশটি এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে। এটি ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যকার সংকট আরও ঘনীভূত করবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। ক্রাহেনবুল আরও বলেন, 'আমি ইসরায়েলি কর্তৃপক্ষকে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। দাতা ও আন্তর্জাতিক সম্প্রদায়কে এর বিরুদ্ধে অবস্থান নেওয়ারও আহ্বান জানাচ্ছি।' এদিকে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, নিউইয়র্কে ফিলিস্তিনিদের ত্রাণসহায়তার ব্যাপারে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। আলজাজিরা।