শিরোনাম
রবিবার, ২৭ এপ্রিল, ২০১৪ ০০:০০ টা

জেমস পার্সেইন [১৪ বছর]

জেমস পার্সেইন [১৪ বছর]

২০১৩ সালের জানুয়ারি মাসের ঘটনা। মিশিগানের এক বন্ধুকধারী এরিক র‌্যামসে তাকে তুলে নিয়ে যান। সেখান থেকে এক মহিলাকেও তুলে নেয় বন্ধুকধারী। কিন্তু মহিলা বুদ্ধিমত্তায় ঝাঁপ দেয় গাড়ি থেকে। এতে তার হাত ভেঙে যায়। মহিলা পালিয়ে ছুটে যান এক বাড়িতে। ভালো হাত দিয়ে কোনোমতে কড়া নাড়েন দরজায়। বাড়িতে বয়স্ক কেউ ছিল না। ছিল তিন বাচ্চা। তাদের বাবা বাড়ির বাইরে ছিল। বাড়ির বড় বালকটির নাম জেমস পার্সেইন। তাকে বলা হয়েছিল, বাইরের কেউ কড়া নাড়লে কোনো অবস্থাতেই যেন দরজা না খোলে। সে বাবার আদেশ মতোই চুপ করে রইল। এদিকে দরজায় কড়া নেড়েই চলেছে মহিলাটি। একপর্যায়ে আকুতি মিনতি শুনে সে দরজা খোলে। সে বাচ্চাদের বলতে লাগল, তোমরা সবাই লুকাও। এক লোক আমাক মারতে আসছে! তার সতর্কবার্তায় বাচ্চারা ভয় পেলেও মন শক্ত করল জেমস। জেমস প্রথমেই ঘরের সব দরজা বন্ধ করে দিল। সবাইকে সে গোসলখানায় লুকাতে বলল। তারপর সে ঘরের বাতি নিভিয়ে দিল। তারপর পোষা কুকুরটিকে কাছে রাখল। হাতে নিল ছুরি। দরজা না খোলায় লোকটি বাড়িতে আগুন ধরিয়ে দিল। দ্রুত জরুরি নম্বরে ফোন দিয়ে বিপদের কথা জানালো। সে বাথটাবের নিচে লুকিয়ে রইল। সাহায্য এল কিছুক্ষণের মধ্যেই। বেঁচে গেল তারা।

 

 

সর্বশেষ খবর