২ জানুয়ারি, ২০১৯ ২০:১১

বগুড়ায় নির্বাচনী সহিংসতায় আহত আওয়ামী লীগ নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় নির্বাচনী সহিংসতায় আহত আওয়ামী লীগ নেতার মৃত্যু

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের (৩০ ডিসেম্বর) দিন ভোট কেন্দ্রের বাহিরে সংঘর্ষে আহত আওয়ামী লীগ নেতা নাজমুল হুদা ডুয়েল মারা গেছেন। তিনি বুধবার বিকেল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান। 

জানা যায়, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে ৩০ ডিসেম্বর সকাল আটটা থেকে উপজেলার ইউনিয়নের বাঘইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটগ্রহণ শুরু হয়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে কেন্দ্রের বাহিরে বিএনপি ও জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা আওয়ামী লীগ নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। এসময় পাইকড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নাজমুল হুদা ডুয়েল গুরুতর আহত হয়। পরে আহতাবস্থায় ডুয়েলকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।এসময় একই এলাকার যুব লীগের সহ-সভাপতি আজিজুর রহমান নিহত হন। 

উপজেলার পাইকড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিঠু চৌধুরী জানান, আহত ডুয়েল বগুড়া হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে বুধবার ঢামেক হাসপাতালে নেয়া হয়। সেখানে বিকাল ৫টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর