বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে আওয়ামী লীগের বর্তমান এমপি মীর শওকাত আলী বাদশার বিরুদ্ধে একাট্টা হয়ে মাঠে নেমেছেন দলটির নেতা-কর্মীরা। বাগেরহাটের এই সদর আসনে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রীর চাচাত ভাই এমপি শেখ হেলাল উদ্দিনের ছেলে শেখ সারহান নাসের তন্ময়কে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দেখতে চেয়ে দলীয় নেতা-কর্মীরা সভা-সমাবেশ করে চলেছেন। সর্বশেষ মঙ্গলবার বিকালে বাগেরহাটে জেলা যুবলীগ আয়োজিত বিশাল যুব সমাবেশে জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতারা আসন্ন নির্বাচনে সদর আসনে প্রার্থী পরিবর্তনের জন্য দলীয় সভানেত্রীর কাছে দাবি জানান। এই যুব সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু বলেন, ২০০৮ সালের নির্বাচনে জামায়াত-বিএনপির শক্তিকে পরাভূত করতে দলের যে নেতা-কর্মীরা জীবনবাজি রেখেছিল, দলকে ক্ষমতায় বসিয়েছিল, তারাই এ আসনটি ধরে রাখতে হলে প্রার্থী পরিবর্তন চান। তাই দলের সভাপতির কাছে আমাদের অনুরোধ— তিনি এবার এ আসনে তার ভাতিজা বঙ্গবন্ধুর নাতি শেখ সারহান নাসের তন্ময়কে মনোনয়ন দেবেন। একই সমাবেশে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খান হাবিবুর রহমান বলেন, বাগেরহাট-২ আসনে শেখ তন্ময়কে আওয়ামী লীগের প্রার্থী করতে হবে। দল ও অঙ্গ সংগঠনের প্রতিটি নেতা-কর্মীর প্রাণের দাবি এটাই। এ আসনে দলের অন্য কেউ যদি প্রার্থী হওয়ার চিন্তা করেন, তাহলে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। প্রার্থী পরিবর্তনের দলীয় নেতৃবৃন্দের দাবি তোলার সঙ্গে সঙ্গে হাজার হাজার দলীয় নেতা-কর্মী দুই হাত তুলে সমর্থন জানানোর পাশাপাশি শেখ তন্ময়ের পক্ষে স্লোগান দিতে থাকেন। শেখ সারহান নাসের তন্ময়ের উপস্থিতিতে বাগেরহাটে জনসমুদ্রে রূপ নেওয়া এ যুব সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবলীগ সভাপতি সরদার নাসির উদ্দিন। এ যুব সমাবেশে যুবলীগের কেন্দ্রীয় বন ও পরিবেশবিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, পৌর আওয়ামী লীগ সভাপতি শেখ বশিরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ আকতারুজ্জামান বাচ্চু, কচুয়া উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা এস এম মাহফুজুর রহমান, জেলা তাঁতী লীগ সভাপতি তালুকদার এ বাকী, যুবলীগ নেতা হুমায়ুন কবির পলি, জেলা ছাত্রলীগ সভাপতি মো. মনির হোসেন, সম্পাদক নাহিয়ান আল সুলতান ওশান তাদের বক্তব্যেও প্রার্থী পরিবর্তন করে শেখ সারহান নাসের তন্ময়কে আওয়ামী লীগের প্রার্থী করার দাবি জানান।
শিরোনাম
- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
- আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি
- দৈনিক কোটি টাকার চাঁদাবাজি
- আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি বেড়েছে ২১০০ কোটি টাকা
- এবার নির্বাচনে সেনাবাহিনীই ভরসা
- পিআর : দেশ কতটা প্রস্তুত
- বাবার হাত ছেড়ে রাস্তা পার হতে গিয়ে গাড়িচাপায় সন্তানের মৃত্যু
- বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসিড নিক্ষেপ, দুই নারী ও শিশু দগ্ধ
- এনএসডিএ'র নির্বাহী চেয়ারম্যান হলেন রেহানা পারভীন
- নারী পাচারে টোপ ‘ভালো চাকরি’
- মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, হাসপাতালে তরুণের মৃত্যু
- মাতুয়াইলে ১০ তলার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা মব নয় : মাহফুজ আলম
- জাপানে ভূমিকম্পের মধ্যে সমুদ্রে ‘অদ্ভুত গর্জন’ শোনার দাবি
- ফ্যাসিস্টদের পুশইন করুন, বিচার করতে প্রস্তুত আমরা : নাহিদ
- শাকিবের আগামী ঈদের সিনেমা চূড়ান্ত
- এবার ‘ট্রাম্প সুগন্ধি’ বাজারে, বিতর্ক
- মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত গ্রেফতার
- পারমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত ইরানের
- তিতাসে পাওনা টাকা নিয়ে রাজমিস্ত্রিকে রড দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২
বাগেরহাট সদর আসনে এমপির বিরুদ্ধে একাট্টা আওয়ামী লীগের নেতা-কর্মীরা
তারা চান শেখ তন্ময়কে
শেখ আহসানুল করিম, বাগেরহাট
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর