বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে আওয়ামী লীগের বর্তমান এমপি মীর শওকাত আলী বাদশার বিরুদ্ধে একাট্টা হয়ে মাঠে নেমেছেন দলটির নেতা-কর্মীরা। বাগেরহাটের এই সদর আসনে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রীর চাচাত ভাই এমপি শেখ হেলাল উদ্দিনের ছেলে শেখ সারহান নাসের তন্ময়কে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দেখতে চেয়ে দলীয় নেতা-কর্মীরা সভা-সমাবেশ করে চলেছেন। সর্বশেষ মঙ্গলবার বিকালে বাগেরহাটে জেলা যুবলীগ আয়োজিত বিশাল যুব সমাবেশে জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতারা আসন্ন নির্বাচনে সদর আসনে প্রার্থী পরিবর্তনের জন্য দলীয় সভানেত্রীর কাছে দাবি জানান। এই যুব সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু বলেন, ২০০৮ সালের নির্বাচনে জামায়াত-বিএনপির শক্তিকে পরাভূত করতে দলের যে নেতা-কর্মীরা জীবনবাজি রেখেছিল, দলকে ক্ষমতায় বসিয়েছিল, তারাই এ আসনটি ধরে রাখতে হলে প্রার্থী পরিবর্তন চান। তাই দলের সভাপতির কাছে আমাদের অনুরোধ— তিনি এবার এ আসনে তার ভাতিজা বঙ্গবন্ধুর নাতি শেখ সারহান নাসের তন্ময়কে মনোনয়ন দেবেন। একই সমাবেশে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খান হাবিবুর রহমান বলেন, বাগেরহাট-২ আসনে শেখ তন্ময়কে আওয়ামী লীগের প্রার্থী করতে হবে। দল ও অঙ্গ সংগঠনের প্রতিটি নেতা-কর্মীর প্রাণের দাবি এটাই। এ আসনে দলের অন্য কেউ যদি প্রার্থী হওয়ার চিন্তা করেন, তাহলে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। প্রার্থী পরিবর্তনের দলীয় নেতৃবৃন্দের দাবি তোলার সঙ্গে সঙ্গে হাজার হাজার দলীয় নেতা-কর্মী দুই হাত তুলে সমর্থন জানানোর পাশাপাশি শেখ তন্ময়ের পক্ষে স্লোগান দিতে থাকেন। শেখ সারহান নাসের তন্ময়ের উপস্থিতিতে বাগেরহাটে জনসমুদ্রে রূপ নেওয়া এ যুব সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবলীগ সভাপতি সরদার নাসির উদ্দিন। এ যুব সমাবেশে যুবলীগের কেন্দ্রীয় বন ও পরিবেশবিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, পৌর আওয়ামী লীগ সভাপতি শেখ বশিরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ আকতারুজ্জামান বাচ্চু, কচুয়া উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা এস এম মাহফুজুর রহমান, জেলা তাঁতী লীগ সভাপতি তালুকদার এ বাকী, যুবলীগ নেতা হুমায়ুন কবির পলি, জেলা ছাত্রলীগ সভাপতি মো. মনির হোসেন, সম্পাদক নাহিয়ান আল সুলতান ওশান তাদের বক্তব্যেও প্রার্থী পরিবর্তন করে শেখ সারহান নাসের তন্ময়কে আওয়ামী লীগের প্রার্থী করার দাবি জানান।
শিরোনাম
- টাঙ্গাইলে বিএফআরআই উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি বিষয়ক কর্মশালা
- ময়মনসিংহে ট্রেনে দুর্বৃত্তদের আগুন
- কেন এফ-৩৫ যুদ্ধবিমান কিনতে চায় সৌদি আরব?
- শেখ হাসিনার ফাঁসির রায়ে জনগণের ইচ্ছার প্রতিফলন হয়েছে : রুমিন ফারহানা
- ঢাবি এখনো ফ্যাসিবাদের প্রভাব থেকে পুরোপুরি মুক্ত নয়: রাশেদ খান
- প্রবাসী ভোটার নিবন্ধন শুরু, জানুন কোন দেশে কখন
- শেখ হাসিনার রায় ঘিরে দেশে কোনো অস্থিরতা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
- মালিতে সেনাবাহিনীর অভিযানে ৩১ গ্রামবাসী নিহত
- জামায়াত-এনসিপিসহ ৬ দলের সঙ্গে সংলাপে বসেছে ইসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের শেষ দিন আজ
- টরন্টোয় শিরীন চৌধুরীর ‘পরান যাহা চায়’ সঙ্গীত সন্ধ্যা
- সৌদিকে ন্যাটোর বাইরে প্রধান মিত্র ঘোষণা ট্রাম্পের
- 'ব্যানফ ফেস্টিভালে' এভারেস্টজয়ী নিশাতকে নিয়ে তথ্যচিত্র
- সুষ্ঠু নির্বাচন করতে ইসি ওয়াদাবদ্ধ: সিইসি
- সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ
- নতুন বছরের পাঠ্যবই সরবরাহ শুরু করেছে এনসিটিবি
- ভিসা আবেদন নিয়ে জার্মান দূতাবাসের সতর্কবার্তা
- কাউখালীতে নাশকতার অভিযোগে আটক ৫
- কুমিল্লায় ৪ ডিসেম্বর আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন
- সামরিক হস্তক্ষেপ চালালে ট্রাম্পের রাজনৈতিক জীবনের ইতি ঘটবে, মাদুরোর হুঁশিয়ারি
বাগেরহাট সদর আসনে এমপির বিরুদ্ধে একাট্টা আওয়ামী লীগের নেতা-কর্মীরা
তারা চান শেখ তন্ময়কে
শেখ আহসানুল করিম, বাগেরহাট
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর