বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে আওয়ামী লীগের বর্তমান এমপি মীর শওকাত আলী বাদশার বিরুদ্ধে একাট্টা হয়ে মাঠে নেমেছেন দলটির নেতা-কর্মীরা। বাগেরহাটের এই সদর আসনে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রীর চাচাত ভাই এমপি শেখ হেলাল উদ্দিনের ছেলে শেখ সারহান নাসের তন্ময়কে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দেখতে চেয়ে দলীয় নেতা-কর্মীরা সভা-সমাবেশ করে চলেছেন। সর্বশেষ মঙ্গলবার বিকালে বাগেরহাটে জেলা যুবলীগ আয়োজিত বিশাল যুব সমাবেশে জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতারা আসন্ন নির্বাচনে সদর আসনে প্রার্থী পরিবর্তনের জন্য দলীয় সভানেত্রীর কাছে দাবি জানান। এই যুব সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু বলেন, ২০০৮ সালের নির্বাচনে জামায়াত-বিএনপির শক্তিকে পরাভূত করতে দলের যে নেতা-কর্মীরা জীবনবাজি রেখেছিল, দলকে ক্ষমতায় বসিয়েছিল, তারাই এ আসনটি ধরে রাখতে হলে প্রার্থী পরিবর্তন চান। তাই দলের সভাপতির কাছে আমাদের অনুরোধ— তিনি এবার এ আসনে তার ভাতিজা বঙ্গবন্ধুর নাতি শেখ সারহান নাসের তন্ময়কে মনোনয়ন দেবেন। একই সমাবেশে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খান হাবিবুর রহমান বলেন, বাগেরহাট-২ আসনে শেখ তন্ময়কে আওয়ামী লীগের প্রার্থী করতে হবে। দল ও অঙ্গ সংগঠনের প্রতিটি নেতা-কর্মীর প্রাণের দাবি এটাই। এ আসনে দলের অন্য কেউ যদি প্রার্থী হওয়ার চিন্তা করেন, তাহলে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। প্রার্থী পরিবর্তনের দলীয় নেতৃবৃন্দের দাবি তোলার সঙ্গে সঙ্গে হাজার হাজার দলীয় নেতা-কর্মী দুই হাত তুলে সমর্থন জানানোর পাশাপাশি শেখ তন্ময়ের পক্ষে স্লোগান দিতে থাকেন। শেখ সারহান নাসের তন্ময়ের উপস্থিতিতে বাগেরহাটে জনসমুদ্রে রূপ নেওয়া এ যুব সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবলীগ সভাপতি সরদার নাসির উদ্দিন। এ যুব সমাবেশে যুবলীগের কেন্দ্রীয় বন ও পরিবেশবিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, পৌর আওয়ামী লীগ সভাপতি শেখ বশিরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ আকতারুজ্জামান বাচ্চু, কচুয়া উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা এস এম মাহফুজুর রহমান, জেলা তাঁতী লীগ সভাপতি তালুকদার এ বাকী, যুবলীগ নেতা হুমায়ুন কবির পলি, জেলা ছাত্রলীগ সভাপতি মো. মনির হোসেন, সম্পাদক নাহিয়ান আল সুলতান ওশান তাদের বক্তব্যেও প্রার্থী পরিবর্তন করে শেখ সারহান নাসের তন্ময়কে আওয়ামী লীগের প্রার্থী করার দাবি জানান।
শিরোনাম
- হাসপাতালে ভর্তি খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
- বিএনপি ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে : তারেক রহমান
বাগেরহাট সদর আসনে এমপির বিরুদ্ধে একাট্টা আওয়ামী লীগের নেতা-কর্মীরা
তারা চান শেখ তন্ময়কে
শেখ আহসানুল করিম, বাগেরহাট
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর