বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে আওয়ামী লীগের বর্তমান এমপি মীর শওকাত আলী বাদশার বিরুদ্ধে একাট্টা হয়ে মাঠে নেমেছেন দলটির নেতা-কর্মীরা। বাগেরহাটের এই সদর আসনে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রীর চাচাত ভাই এমপি শেখ হেলাল উদ্দিনের ছেলে শেখ সারহান নাসের তন্ময়কে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দেখতে চেয়ে দলীয় নেতা-কর্মীরা সভা-সমাবেশ করে চলেছেন। সর্বশেষ মঙ্গলবার বিকালে বাগেরহাটে জেলা যুবলীগ আয়োজিত বিশাল যুব সমাবেশে জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতারা আসন্ন নির্বাচনে সদর আসনে প্রার্থী পরিবর্তনের জন্য দলীয় সভানেত্রীর কাছে দাবি জানান। এই যুব সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু বলেন, ২০০৮ সালের নির্বাচনে জামায়াত-বিএনপির শক্তিকে পরাভূত করতে দলের যে নেতা-কর্মীরা জীবনবাজি রেখেছিল, দলকে ক্ষমতায় বসিয়েছিল, তারাই এ আসনটি ধরে রাখতে হলে প্রার্থী পরিবর্তন চান। তাই দলের সভাপতির কাছে আমাদের অনুরোধ— তিনি এবার এ আসনে তার ভাতিজা বঙ্গবন্ধুর নাতি শেখ সারহান নাসের তন্ময়কে মনোনয়ন দেবেন। একই সমাবেশে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খান হাবিবুর রহমান বলেন, বাগেরহাট-২ আসনে শেখ তন্ময়কে আওয়ামী লীগের প্রার্থী করতে হবে। দল ও অঙ্গ সংগঠনের প্রতিটি নেতা-কর্মীর প্রাণের দাবি এটাই। এ আসনে দলের অন্য কেউ যদি প্রার্থী হওয়ার চিন্তা করেন, তাহলে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। প্রার্থী পরিবর্তনের দলীয় নেতৃবৃন্দের দাবি তোলার সঙ্গে সঙ্গে হাজার হাজার দলীয় নেতা-কর্মী দুই হাত তুলে সমর্থন জানানোর পাশাপাশি শেখ তন্ময়ের পক্ষে স্লোগান দিতে থাকেন। শেখ সারহান নাসের তন্ময়ের উপস্থিতিতে বাগেরহাটে জনসমুদ্রে রূপ নেওয়া এ যুব সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবলীগ সভাপতি সরদার নাসির উদ্দিন। এ যুব সমাবেশে যুবলীগের কেন্দ্রীয় বন ও পরিবেশবিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, পৌর আওয়ামী লীগ সভাপতি শেখ বশিরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ আকতারুজ্জামান বাচ্চু, কচুয়া উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা এস এম মাহফুজুর রহমান, জেলা তাঁতী লীগ সভাপতি তালুকদার এ বাকী, যুবলীগ নেতা হুমায়ুন কবির পলি, জেলা ছাত্রলীগ সভাপতি মো. মনির হোসেন, সম্পাদক নাহিয়ান আল সুলতান ওশান তাদের বক্তব্যেও প্রার্থী পরিবর্তন করে শেখ সারহান নাসের তন্ময়কে আওয়ামী লীগের প্রার্থী করার দাবি জানান।
শিরোনাম
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
বাগেরহাট সদর আসনে এমপির বিরুদ্ধে একাট্টা আওয়ামী লীগের নেতা-কর্মীরা
তারা চান শেখ তন্ময়কে
শেখ আহসানুল করিম, বাগেরহাট
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর