সোমবার, ১৯ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
সিলেট-১

জনপ্রিয়তায় শীর্ষে অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট

জনপ্রিয়তায় শীর্ষে অর্থমন্ত্রী

আবুল মাল আবদুল মুহিত

সিলেট-১ আসনে এখনো জনপ্রিয়তায় শীর্ষে বর্তমান সংসদ সদস্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে আগামী নির্বাচনে অংশ নেওয়া নিয়ে তিনি বার বার অনিচ্ছা প্রকাশ করলেও সিলেটের মানুষ মনে করেন একজন সৎ ব্যক্তি, দক্ষ মন্ত্রী এবং সিলেটের উন্নয়নের রূপকার হিসেবে আবারও মুহিতকেই সিলেটে প্রয়োজন। দলের বেশিরভাগ নেতা-কর্মীও চান এটাই। নেতা-কর্মীদের ধারণা, আবুল মাল আবদুল মুহিত যদি আবারও আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচনে অংশ নেন তবে সিলেট-১ আসনে আওয়ামী লীগ বিজয়ী হবে এটা প্রায় নিশ্চিত। আর সেই সঙ্গে যদি আওয়ামী লীগ আবারও সরকার গঠন করে তবে আবারও মুহিতই অর্থমন্ত্রী হবেন। ফলে আলোকিত সিলেট তৈরির যে স্বপ্ন তিনি বুকে লালন করেন তা সহজেই বাস্তবায়ন হবে। সেই সঙ্গে তার অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন হবে। এ ছাড়া সিলেটের সাধারণ মানুষের মধ্যে অর্থমন্ত্রী মুহিতের প্রতি রয়েছে বিশেষ দুর্বলতা। সিলেটের জনগণের কাছে তিনি একজন সৎ এবং নিষ্ঠাবান মানুষ হিসেবে পরিচিত। তার হাত ধরেই সিলেটে ব্যাপক উন্নয়ন হয়েছে শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া ও যোগাযোগ ব্যবস্থার। সর্বশেষ সিলেটে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়। তাই উন্নয়নের স্বার্থে সাধারণ জনগণও চান মর্যাদাপূর্ণ সিলেট-১ আসন থেকে আবারও যাতে আবুল মাল আবদুল মুহিতই নির্বাচন করেন। এদিকে আওয়ামী লীগ সূত্র জানিয়েছে, সিলেট-১ আসনে অর্থমন্ত্রী চান তার ভাই জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আবদুল মোমেনই নির্বাচন করুক। তিনি যেতে চান অবসরে। কিন্তু দলের হাইকমান্ড ও দলীয় নেতা-কর্মীদের পছন্দ অর্থমন্ত্রীই। তাই ইতিমধ্যে তাকে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে দলের হাইকমান্ড থেকেও বলে দেওয়া হয়েছে— সূত্র এমনটা জানিয়েছে।

সর্বশেষ খবর