সোমবার, ৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

নোয়াখালীতে দুই জোটে যত হিসাব-নিকাশ

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে দুই ভিআইপি প্রার্থী ওবায়দুল কাদের ও ব্যারিস্টার মওদুদ আহমদসহ বিএনপি ও আওয়ামী লীগের এবং বিভিন্ন দলের একাধিক প্রার্থী মাঠে রয়েছেন। সম্প্রতি বিভিন্ন দলের ৭১ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। প্রায় আসনে বিএনপির ২-৩ জন মনোনয়ন জমা দিয়েছেন। কে পাচ্ছেন ধানের শীষের প্রতীক এ নিয়ে নেতা-কর্মীদের মধ্যে চলছে জল্পনা-কল্পনা। প্রায় আসনে বিএনপির দলীয় চিঠি নিয়ে দুই প্রার্থীই মনোনয়ন জমা দেন। তবে শেষ পর্যন্ত দুই প্রার্থীর সমঝোতা না হলে দলীয় কোন্দল ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা স্থানীয় নেতা-কর্মীদের। এর মধ্যে বিএনপি ও আওয়ামী লীগের যারা মনোনয়ন দাখিল করেন তারা হলেন— নোয়াখালী-১ আসনে আওয়ামী লীগের এইচ এম ইব্রাহীম, বিএনপির ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও বিকল্পধারার সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক, নোয়াখালী-২ আসনে আওয়ামী লীগের মোরশেদ আলম, বিএনপির জয়নুল আবদিন ফারুক, কাজী মফিজ ও জাতীয় পার্টি থেকে হাসান মঞ্জুর, নোয়াখালী-৩ আসনে আওয়ামী লীগের মামুনুর রশিদ কিরণ, বিএনপি থেকে বরকতউল্লাহ বুলু ও ডা. মাজহারুল ইসলাম দোলন ও জাতীয় পার্টি থেকে ফজলে এলাহী সোহাগ, নোয়াখালী-৪ আসনে আওয়ামী লীগ থেকে একরামুল করিম চৌধুরী, বিএনপি থেকে মো. শাহজাহান, অ্যাডভোকেট শাহীনুর সাগর, জাতীয় পার্টি থেকে মোবারক হোসেন আজাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে আবদুল হান্নান, নোয়াখালী-৫ থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বিএনপি থেকে ব্যারিস্টার মওদুদ আহমদ ও বিএনএফ থেকে মমতাজ বেগম মনোনয়ন জমা দিয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর