সোমবার, ৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

আবারও চাচা-ভাতিজা মুখোমুখি

শেরপুর প্রতিনিধি

আবারও চাচা-ভাতিজা মুখোমুখি

শেরপুর-৩ (শ্রীবর্দী-ঝিনাইগাতি) আসনে আবারও সেই হক পরিবারের চাচা-ভাতিজা মুখোমুখি। স্বাধীনতার পর শ্রীবর্দীর বিখ্যাত হক পরিবারেই আওয়ামী লীগ-বিএনপি থেকে তিন প্রার্থী (ডা. সিরাজুল হক-মাহমুদুল হক-ফজলুল হক) মিলে অন্তত ৩০ বছর এমপিত্ব ধরে রেখেছেন। ২০০৮ সালে প্রথমবার হক পরিবারের আওয়ামী লীগ থেকে চাচা আর বিএনপি থেকে ভাতিজা মুখোমুখি হয়েছিলেন। তৃতীয় বারের মতো নৌকা প্রতীকের মনোনয়ন পেয়েছেন দুই মেয়াদের বর্তমান সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চান। অপরদিকে চানের সহোদর সাবেক এমপি মরহুম ডা. সিরাজুল হকের ছেলে তিন মেয়াদের সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল ধানের শীষ প্রতীক মনোনয়ন পান। তারা উভয়ই দলীয় মনোনয়নপত্র দাখিল করেছেন এবং দুজনের মনোনয়নও নিশ্চিত। কোনো দৈব ঘটনা না ঘটলে বড় দুই দলের হয়ে দ্বিতীয় বারের মতো এখানে চাচা-ভাতিজার লড়াই দেখবে এলাকার লোকজন। জানা গেছে, ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে চাচা চান আর ধানের শীষ প্রতীক নিয়ে ভাতিজা রুবেল মুখোমুখি হন। ওই নির্বাচনে চাচা ১ লাখ ৬ হাজার ৬৩১ ভোট পান আর ভাতিজা রুবেল ভোট পান ৬৫ হাজার ৭৫৩ ভোট। ২০১৪ সালে ৫ জানুয়ারির নির্বাচনে দল নির্বাচন বর্জন করায় রুবেল নির্বাচনে অংশ গ্রহণ করেনি। ফলে নির্বাচনে চাচা-ভাতিজার দেখা হয়নি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর