১ ডিসেম্বর, ২০২২ ০১:৫১

আর্জেন্টিনা-পোল্যান্ড গোলশূন্য প্রথমার্ধ

অনলাইন ডেস্ক

আর্জেন্টিনা-পোল্যান্ড গোলশূন্য প্রথমার্ধ

পোল্যান্ড ড্র করলেই পরের রাউন্ডে চলে যাবে। আর সেই মানসিকতা নিয়েই তারা খেলতে নেমেছে। একেবারে রক্ষণাত্মক মনোভাব নিয়ে তাই খেলছে পোল্যান্ড। আর্জেন্টিনা কিন্তু আক্রমণের ঝড় তুুলেছে। তবে ম্যাচের প্রথমার্ধে গোলের মুখ এখনও তারা খুলতে পারেনি। এর মধ্যে পেনাল্টি মিস করেছেন মেসি।  

১৩ মিনিটে ডি'মারিয়া বল নিয়ে ভিতরে ঢুকে যায় এবং মেসিকে পাস বাড়ান। মেসি এটি ডি'পলকে পাস দেন, তিনি আবার মোলিনা বল বাড়াতে গেলে সেই ক্রস আটকে যায়। তার পরেই মেসির থেকে বাঁ দিকে পাস পেয়েছিলেন আকুনা। তাঁর উঁচু শট বারের উপর দিয়ে উড়ে গেল। শুরুটা ভালো করেছেন মেসিরা।

 ১০ মিনিট: সুযোগ এসেছিল মেসির হাত ধরে। তবে মেসির ডান পায়ের দুর্বল শট শেজেনির বাঁচাতে অসুবিধা হয়নি। মেসির কাছে থেকে এমন দুর্বল শট আশা করা যায় না।

৫ মিনিটে কর্নার পায় আর্জেন্টিনা। ডি'মারিয়ায় কর্নার থেকে উড়ে আসা বলে হেড প্রতিহত হয়। পাল্টা ক্রস থেকে ওটামেন্ডির হেড বাইরে বেরিয়ে যায়।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর