ধর্মশালায় সেঞ্চুরি পর আরো বিধ্বংসী হয়ে উঠেছিলেন ইংলিশ ব্যাটার ডেভিড মালান। ৯১ বলে সেঞ্চুরি করা মালান শেষ পর্যন্ত ১০৭ বলে ১৪০ রান করে শেখ মেহেদীর বলে আউট হয়ে সাজঘরে ফিরেছেন।
মেহেদীকে স্লগ সুইপ করতে গিয়ে মিস করে বোল্ড হন ম্যালান। ১৪০ রানের ইনিংসে ১৬টি চার ও ৫টি ছক্কা হাঁকিয়েছেন মালান। সেঞ্চুরির পর ১৬ বলে তিনি করেছেন ৪০ রান। রুটের সঙ্গে ১৫১ রান করেন তিনি।
মালান ফিরলেও ৩৮ ওভারে ২৮০ রানের পেরিয়েও ছুটছে ইংলিশরা।
ধর্মশালায় টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। তার আমন্ত্রণে সাড়া দিয়ে ব্যাট করতে নেমে ইংল্যান্ড রানের পাহাড় গড়তে চলেছে।
ওয়ানডে ফরম্যাটে এখন পর্যন্ত বাংলাদেশ ও ইংল্যান্ড মোট ২৪টি ম্যাচে মুখোমখি হয়েছে। দুদলের মাঠের লড়াইয়ে যোজন ব্যবধানে এগিয়ে রয়েছে ইংলিশরা। বাংলাদেশের বিপক্ষে ১৯ বার জিতেছে জশ বাটলারের দল। অন্যদিকে মাত্র ৫ বার জয়ের দেখা পেয়েছে সাকিব বাহিনী। ওয়ানডে বিশ্বকাপে চারবারের দেখায় উভয় দল দু'টি করে ম্যাচ জিতেছে।
বিডি প্রতিদিন/নাজমুল