রবিবার, ১০ জুন, ২০১৮ ০০:০০ টা

মিসরের ফারাও সালাহ

মিসরের ফারাও সালাহ

বিশ্বকাপ ফুটবলের সব আলো এখন মেসি, রোনালদো, নেইমার, মুলারের ওপর। তারকা খ্যাতিতে তাদের ধারেকাছে না হয়েও আলোচনায় রয়েছেন মোহাম্মদ সালাহ। এখন শুধু দ্যুতি ছড়ানোর অপেক্ষা। মাঠে নেমে হয়তো ছাড়িয়ে যাবেন আফ্রিকান ‘গ্রেট’ রজার মিলা, আইভরি কোস্টের দিদিয়ের দ্রগবা কিংবা স্বদেশি হাসান ব্রাদার্সদের। মিসরসহ গোটা বিশ্ব চাইছে নতুন ‘ফারাও’ সালাহ ফুটবল মহাযজ্ঞে নামুন, গোলের পর গোল করে মুগ্ধতা ছড়িয়ে বশীকরণ করুন গোটা বিশ্বকে।  বয়স মাত্র ২৫। গত বছরও যিনি ছিলেন অপরিচিত। অথচ চলতি বছর লিভারপুলের জার্সি গায়ে চড়িয়ে একের পর এক গোল করে সব ফোকাস টেনে নেন নিজের দিকে। গোল করেছেন সব আসর মিলিয়ে ৪৪টি। তার গোল স্কোরিং দেখে ফুটবল বিশেষজ্ঞরা এখনই লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো ও নেইমারদের কাতারে ফেলে দিয়েছেন। জনপ্রিয়তায় অন্য যে কোনো ফুটবলারের চেয়েও একধাপ এগিয়ে সালাহ। মিসরের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী না হয়েও তিনি ভোট পেয়েছেন ১০ লাখের ওপর! সালাহর মাঠের বাইরে চলে যাওয়ায় ফাইনালে তাল-লয় হারিয়ে ফেলে লিভারপুল। সমর্থকরা হারিয়ে ফেলেন আত্মবিশ্বাস। ইংলিশ ক্লাবটি হারিয়ে ফেলে আক্রমণের ছন্দ। সালাহর সেই ধাক্কা সামলে নিতে ব্যর্থ হয়ে ২০০৫ সালের পর চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিততে ব্যর্থ হয় লিভারপুল। ক্লাব ফুটবল শেষ। এখন সবাই প্রস্তুতি নিচ্ছেন বিশ্বকাপের। ‘এ’ গ্রুপে মিসরের প্রতিপক্ষ দুবারের বিশ্বচ্যাম্পিয়ন্স উরুগুয়ে, স্বাগতিক রাশিয়া ও সৌদি আরব। ফুটবল মহাযজ্ঞে দলটির প্রথম ম্যাচ ১৫ জুন, প্রতিপক্ষ উরুগুয়ে। গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডে খেলার সম্ভাবনা উজ্জ্বল মিসরের।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর