রবিবার, ১০ জুন, ২০১৮ ০০:০০ টা

জার্মানির সবাই তারকা

রাশেদুর রহমান

জার্মানির সবাই তারকা

আর্জেন্টিনার তারকা লিওনেল মেসি। আগুয়েরো আর পাওলো দিবালাকেও অনেকে তারকার সারিতে রাখতে পারেন। ব্রাজিলের তারকা নেইমার। তার পাশে আছেন কটিনহো, পলিনহো, জেসুসরা। ফ্রান্স দলের তারকা আঁতোয়ান গ্রিজমান। স্পেনের তারকা ইনিয়েস্তা। এমন প্রতিটা দলেই তারকা আছেন। বেলজিয়ামে ইডেন হ্যাজার্ড। মিসরে মোহাম্মদ সালাহ। বিশ্বকাপের ৩২ দলের মধ্যে বেশির ভাগেরই তারকা ফুটবলার আছেন। যারা বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছেন। কিন্তু জার্মানির তারকা কে? বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির কাছে এলেই থমকে যেতে হয়। একক কোনো ব্যক্তির নাম বলা কঠিন। থমাস মুলারকে অনেকেই তারকা বলতে পারেন। টানা দুটি বিশ্বকাপে তিনি পাঁচ দু-গুণে দশটি গোল করেছেন। তবে মুলারের চেয়ে কম গুরুত্বপূর্ণ নন জার্মানির গোলরক্ষক ম্যানুয়েল নিউয়ার। কেবল এই দুজনের কথা বললে অন্যায় করা হবে মেসুট অজিল, টনি ক্রুজ, মারকো রেয়াস, মারিও গোমেজদের ওপর। এদের প্রত্যেকেই নিজ নিজ অবস্থানে তারকাখ্যাতি পেয়েছেন। ক্লাব ফুটবলে প্রত্যেকেই দুর্দান্ত ফুটবল খেলেছেন। নিজেদের ক্লাবকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। টনি ক্রুজের বিরাট অবদান আছে রিয়াল মাদ্রিদকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়ন করানোর পেছনে। আর্সেনালের প্রধান তারকা মেসুট অজিল। তিনি দলে না থাকলে আর্সেনাল যেন নখদন্তহীন শ্বাপদ! বুরুসিয়া ডর্টমুন্ডের প্রধান তারকা মারকো রেয়াস। স্টুটগার্টে মারিও গোমেজের গুরুত্বও অনেক। জার্মান দলে গুরুত্বহীন কোনো ফুটবলার নেই। সবার গুরুত্বই সমান। ম্যানসিটির গুনডোগান কিংবা বায়ার্ন মিউনিখের জশুয়া কিমিখের তারকাখ্যাতিও তো কম নয়। এমনকি নিউয়ারের উপস্থিতিতে সাইডলাইনে বসে থাকা বার্সা গোলরক্ষক টার স্টেগানও তো তারকাখ্যাতি পেয়েছেন। গার্ড মুলারদের পর আর জার্মানিতে একক তারকা তেমন একটা দেখা যায়নি। প্রতিটা যুগেই জার্মানি ফুটবল খেলেছে দলগতভাবে। পুরো দলই যেন একটা তারকা!

এসব কারণেই জার্মানি কোনো তারকানির্ভর দল নয়। এখানে সবাই তারকা। কোনো একজনের জন্য জার্মানির খেলাটা বদলে ফেলতে হয় না। আর্জেন্টিনায় যেমন মেসি না থাকলে পরাজয়ের দুশ্চিন্তায় কপালে ভাঁজ দেখা যায় হোর্হে সাম্পাওলির। ব্রাজিলে যেমন নেইমার না থাকলে চিন্তিত হয়ে ওঠেন তিতে। জার্মানির ওরকম চিন্তা নেই। জোয়াকিম লোর দল থেকে দু-একজন ইনজুরিতে আক্রান্ত হলেও কোনো সমস্যা নেই জার্মানদের। ঠিকই পরীক্ষায় উতরে যাবেন অন্যরা। এমন জার্মানিকে এবারও রুখবে সাধ্য কার? এফ গ্রুপে জার্মানরা রাশিয়া বিশ্বকাপে মুখোমুখি হবে মেক্সিকো, সুইডেন এবং দক্ষিণ কোরিয়ার। সবগুলো দলই জার্মানির অনেকটা নিচে অবস্থান করছে। র‌্যাঙ্কিংয়ে তো বটেই, শক্তিমত্তা এবং কৌশলের দিক থেকেও। বর্তমান চ্যাম্পিয়ন বলেই নয়, জার্মানরা আরও একবার ফেবারিট তাদের ফুটবলটার জন্যই। গ্রুপ পর্বে জার্মানিকে চ্যাম্পিয়ন ধরে নিলে সেমিফাইনাল পর্যন্ত তাদের রাস্তা মোটামুটি নিরাপদ। সব ঠিক থাকলে শেষ চারে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা-জার্মানি। গত বিশ্বকাপের ফাইনালটা এবার সেমিতেই হবে! আর্জেন্টিনার প্রতিশোধ নাকি আবারও জার্মানির জয়! মেসিনির্ভর আর্জেন্টিনা কেমন করে অলস্টার জার্মানির বিপক্ষে তার অপেক্ষায় থাকবেন ভক্তরা।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর