বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে শিক্ষার্থীদের মাঝে ফলদ গাছের চারা বিতরণ করেছেন বসুন্ধরা শুভসংঘের দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা শাখার সদস্যরা।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সেতাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে এই চারা তুলে দেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন সেতাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাদেকুল ইসলাম, সহকারী শিক্ষক হালিমা, বসুন্ধরা শুভসংঘ বোচাগঞ্জ উপজেলা শাখার সহসভাপতি আজাদ আলী জাপান, যুগ্ম সাধারণ সম্পাদক মাশরিফ হাসান রুমন প্রমুখ।