বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহে পড়াশোনার সময় থেকেই বসুন্ধরা শুভসংঘের সঙ্গে পথচলা শুরু হয়। সে সময় সমাজের অবহেলিত মানুষের জন্য কাজ করার পাশাপাশি বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমে অংশ নিই। দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, মশা নিধন, করোনার সময় সচেতনতামূলক কার্যক্রমে ছাত্র উপদেষ্টা হিসেবে সক্রিয় অংশগ্রহণ ছিল। এর মাঝে শিক্ষাজীবন শেষ হয়।
পরে বিসিএস পরীক্ষায় কৃষি ক্যাডারে উত্তীর্ণ হয়ে ময়মনসিংহের ফুলপুর উপজেলায় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করি। এখানে এসে শুভসংঘ ফুলপুর উপজেলা শাখা প্রতিষ্ঠা করি। এরই মধ্যে এই সংগঠনের মাধ্যমে অনেক মানবিক কাজে সম্পৃক্ত হই এবং বসুন্ধরা গ্রুপের নানা উপহার মানুষের কাছে পৌঁছে দিই। করোনার সময়ে এই সংগঠনের সদস্যরা ফুলপুরে পাঁচ হাজার মানুষকে বিনা মূল্যে করোনার ভ্যাকসিন নেওয়ার জন্য অনলাইন নিবন্ধন করে দিয়েছেন, ৩৫০টি পরিবারের মাঝে বসুন্ধরা গ্রুপের খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন, শীতার্তদের মাঝে কম্বল, শিশুদের মাঝে শীতবস্ত্র, ঈদ উপহার, বৃক্ষরোপণ, ইফতার বিতরণ, বিভিন্ন স্থানে করোনার সময় সাবানসহ কেস স্থাপন, শিশুদের মাঝে মাটির ব্যাংক বিতরণ, অঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতাসহ নানা কার্যক্রম পরিচালনা করেছেন।
সম্প্রতি ভয়াবহ বন্যা হয় ফুলপুর উপজেলায়। শুভসংঘের বন্ধুরা বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। বন্যার পানি নেমে যাচ্ছে। আমরা বন্যাকবলিত বিভিন্ন ইউনিয়নের কৃষকের সঙ্গে মতবিনিময় শুরু করেছি।
সরকারি সহযোগিতার পাশাপাশি আমরা বসুন্ধরা শুভসংঘ থেকে কৃষকদের মাঝে বীজ বিতরণ করব, ইনশাআল্লাহ।
বিডি প্রতিদিন/কেএ