খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মিহির রঞ্জন হালদার ও উপ-উপাচার্য অধ্যাপক ড. সোবহান মিয়ার পদত্যাগ দাবি করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
এছাড়াও আজ রবিবার বিকাল ৩টায় ৪ দফা দাবিতে প্রশাসনিক ভবন ঘেরাও করার ঘোষণা দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের ৪ দফা দাবিসমূহ হল:
১. বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব প্রকার রাজনীতি (শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারী ও অন্যান্য) নিষিদ্ধকরণ। ভবিষ্যতেও যাতে না আসে এর জন্য যথা সম্ভব পদক্ষেপ নেওয়া ও এ বিষয়ে যথাযথ শাস্তির আদেশ দিয়ে অর্ডিন্যান্সে যোগ করা।
২. ভিসি, প্রোভিসি, ডিএসডব্লিউ বডি-এর অনতিবিলম্বে পদত্যাগ ও পদত্যাগের আগে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ। হল ও ক্লাস চালু করার দিক-নির্দেশনা দিয়ে রবিবারের মধ্যে নোটিশ দেওয়া।
৩. হলে ও ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তার ব্যবস্থা করা।
৪. স্ব স্ব ফ্যাকাল্টির ডিন হেডদের সঙ্গে বসে শিক্ষার্থীদের মতামত সাপেক্ষে আলোচনা করে একাডেমিক কার্যক্রম অব্যাহত করা।
বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বলেন, কোটা আন্দোলনবিরোধী বিভিন্ন কার্যকলাপের পরিপ্রেক্ষিতে ও বিগত সময়কালে ঘটে আসা বিভিন্ন অনাচারের দরুন বিশ্ববিদ্যালয় প্রশাসন বর্তমানে শিক্ষার্থীদের কাছে প্রশ্ন বিদ্ধ এবং সাধারণ শিক্ষার্থীরা সেখানে আস্থা হারিয়ে ফেলেছে। এসব বিষয়কে সামনে রেখে এবং বর্তমানে ক্যাম্পাসের পরিবেশ ও নিরাপত্তার কথা বিবেচনা করে আমরা কিছু দাবিতে একমত হয়েছি। আন্দোলনরত শিক্ষার্থীদের প্রবল অসহযোগিতা করায় কুয়েট ভিসি ও তার অনুগতদের স্বেচ্ছায় পদত্যাগ করতে হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেরে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। কোথাও কোথাও পদত্যাগ করেছেন প্রক্টর, প্রভোস্টসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রায় সবাই।
দলকানা এসব ভিসিরা পদত্যাগ করলেও কুয়েটের ভিসি ও প্রো-ভিসি স্বপদে বহাল থাকায় ফুঁসে উঠেছেন শিক্ষার্থীরা।
তবে কুয়েটের এক শিক্ষক জানান, শেষ পর্যন্ত ক্ষমতা ধরে রাখতে চেষ্টা করছেন আওয়ামী লীগ মনোনীত কুয়েটের ভিসি ও প্রোভিসি। যাদের বিরুদ্ধে রয়েছে পাহাড় সমান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। রবিবার কুয়েট ভিসি অনলাইনে থেকে সিন্ডিকেট সভা ডেকেছেন। ছাত্ররা একই সময়ে তার পদত্যাগের দাবিতে প্রশাসনিক ভবনের নিচে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে।
বিডি প্রতিদিন/একেএ