প্রায় একমাস বন্ধ থাকার পর খুলেছে টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। রবিবার সকাল থেকেই ক্যাম্পাসে ফিরতে শুরু করেছে সাধারণ শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হচ্ছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। হলগুলোতে উঠতে শুরু করেছে ছাত্র-ছাত্রীরা। ফিরছে আগের চেহারায়। তবে এখনো শ্রেণী কার্যক্রম শুরু হয়নি বলে জানিয়েছে বিশ্ব বিদ্যালয় প্রশাসন।
এ প্রসঙ্গে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ডক্টর এ আর এম সোলায়মান বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর বিশ্ববিদ্যালয় খুলে দেয়া হয়েছে। এরই মধ্যে অনেক শিক্ষার্থী হলে চলে এসেছে। তবে আজ কোনো শিক্ষা কার্যক্রম হচ্ছে না।
বিডি প্রতিদিন/হিমেল