মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে উপজেলার খেজুরীছড়া চা বাগানের রানার উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রাজঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিজয় বুনার্জীর সভাপতিত্বে ওই ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপের আয়োজক ও চা বাগান কর্তৃপক্ষকে নিয়ে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মহসিন মিয়া।
বক্তব্য রাখেন, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, শ্রীমঙ্গল পৌরসভার কাউন্সিলর আব্দুল জব্বার আজাদ, ফিনলে চা কোম্পানীর ডিনস্টন ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার হুমায়ুন কবির মজুমদার, রাজঘাট ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার মো নুরনবি, হরিন ছড়া চা বাগানের ব্যবস্থাপক বিকাশ সিনহা, পুটিয়াছড়া চা বাগানের ব্যবস্থাপক ফুয়াদ হাসান, বিদ্যাবিল চা বাগানের ব্যবস্থাপক জারজিস, উদনাছড়া চা বাগানের ব্যবস্থাপক জাকির হোসেন।
বক্তরা আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য, এ বছর শ্রীমঙ্গল উপজেলায় ১৭৫ টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন