চট্টগ্রামের রাউজান থানার মুনিরীয়া যুব তাবলীগ কমিটির দু’টি এবাদতখানা ভাঙচুর ও অগ্নিসংযোগসহ ৩টি মামলার আসামি গুজরা ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আনোয়ার হোসেনকে গ্রেফতার করেছে র্যাব-৭। সোমবার রাতে তাকে গহিরা থেকে গ্রেফতার করা হয়। মো. আনোয়ার হোসেন রাউজান থানার গোলজার পাড়া কাগতিয়ার হবল হোসেন প্রকাশ তবল হোসেনের ছেলে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. শরীফ-উল-আলম জানান, মুনিরীয়া যুব তাবলীগের দু’টি এবাদতখানা ভাঙচুর ও অগ্নিসংযোগসহ ৩টি মামলার আসামি মো. আনোয়ার হোসেন রাউজানের গহিরা এলাকায় অবস্থান করার খবর পেয়ে সোমবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম