চট্টগ্রামের মিরসরাই উপজেলার রূপসী ঝরনায় ছবি তুলতে গিয়ে মুসফিকুর রহমান আদনান (২১) ও মাহবুব রহমান মুত্তাকিম (২১) নামের দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহত আদনান ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী। তার বাড়ি মাদারীপুরে। মুত্তাকিম নারায়ণগঞ্জ কলেজের শিক্ষার্থী। তার বাড়ি লক্ষ্মীপুর জেলায়।
এর আগে গত ২৭ সেপ্টেম্বর একই এলাকার আরেকটি ঝরনায় পাহাড়ের ওপর থেকে পাথর পড়ে আরেকজনের মৃত্যু হয়।
মিরসরাই ফারার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী জানান, আজ সকালে বেড়াতে এসে দুই পর্যটক নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান শুরু করে। পরে দুজনের লাশ উদ্ধার করা হয়। পুলিশ আইনগত প্রক্রিয়া শেষে দুজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেছে।
নিহতদের সাথে বেড়াতে যাওয়া আফিফুর রহমান জানান, আদনানসহ তাদের বন্ধুবান্ধব ও ছোট ভাইদের ১৪ জনের একটি দল রূপসী ঝরনায় বেড়াতে যান। সকাল ৮টার একটু আগে ঝরনায় পৌঁছান। একপর্যায়ে ছবি তোলার সময় মুত্তাকিম কুপে পড়ে যান। তাকে বাঁচাতে গিয়ে আদনানও পড়ে যান। এরপর আর কেউ ভয়ে নামেননি। ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে দুজনের লাশ উদ্ধার করে।
বিডি প্রতিদিন/জুনাইদ