চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড় উঠান পশ্চিম ডাকপাড়া এলাকার জমিয়াতুল মামুর জামে মসজিদের পুকুরে ডুবে মিজবাহ উদ্দীন (৬) নামে এক শিক্ষার্থী মারা গেছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
মিজবাহ উদ্দিন বড় উঠান পশ্চিম ডাকপাড়া এলাকার শামসুল আলম মিস্ত্রির ছেলে। সে স্থানীয় আল মোস্তফা (দ.) ইসলামিয়া সুন্নিয়া মাদরাসার নার্সারির ছাত্র।
মাদরাসার পরিচালক হাফেজ নুর উদ্দিন রুবেল বলেন, মিজবাহ সকালে মাদরাসায় আসে। দুপুর বারোটায় তাকে ছুটি দেওয়া হয়। পরে পুকুরে পড়ে মারা যাওয়ার খবরটি শুনি। এটি আমাদের খুবই মর্মাহত করে। এমন মৃত্যু কোনোভাবেই কাম্য নয়।
বিডি প্রতিদিন/এমআই