পুলিশ ঘুরে দাঁড়িয়ে পুরোদমে কাজ শুরু করার কথা জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ পুলিশ কমিশনার কাজী মো. তারেক আজিজ। বুধবার সিএমপি’র মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
তিনি বলেন, 'একটা সময় পুলিশের মনোবল ভেঙে গিয়েছিলো। পুলিশ আজ ঘুরে দাড়িয়েছে। সিএমপিতে পুলিশ পূর্ণ পরিসরে কাজ শুরু করেছে। অপরাধীদের বিরুদ্ধে অভিযান জোরদার করা হচ্ছে। আগের থেকে দ্বিগুণ গতিতে কাজ শুরু করেছি। সেই কারণে আমাদের অভিযানিক সাফল্য বৃদ্ধি পেয়েছে।'
তিনি বলেন, কোতোয়ালী ও হালিশহর থানা লুটপাটের ঘটনার গতকাল মঙ্গলবার রাতে ৪ জনকে উদ্ধার করা হয়েছে। যাদের গ্রেফতার করা হয়েছে তারা পেশাদার চোর ও টোকাই শ্রেণীর। কোতোয়ালী থানা থেকে লুট করে নিয়ে যাওয়া ১৪ টি মোবাইল উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে থানা লুটপাতের সঙ্গে জড়িত।
চট্টগ্রাম নগরীতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অনেক নেতাকর্মীকে প্রকাশ্যে গুলি করতে দেখা গেছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে এই প্রশ্নের জবাবে তারেক আজিজ বলেন, যারা ছাত্র-জনতার উপর গুলি করেছে তাদেরকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। দেশে থাকলেই অবশ্যই গ্রেফতার করা হবে।
তিনি আরো বলেন, মাদক বিরোধী অভিযানও জোরদার করা হয়েছে। গত ১৫ দিনে ২৬ টি মাদক মামলা করা হয়েছে। ইয়াবা ১৮ হাজার ৯৮২ পিস, গাঁজা ৫৭ কেজি, ফেনসিডিল ১০৩ বোতল, দেশীয় ও বিদেশি মদ ৪ লিটার করে উদ্ধার করা হয়েছে।
এছাড়া গত ১ মাসে অবৈধ ৭৩০ টি সিএনজি অটোরিকশা ১ হাজার ৮৯৪ টি ব্যাটারি রিকশা, রুট পারমিট বিহীন গাড়ি ১ হাজার ৭৯৮টি জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
বিডি প্রতিদিন/মুসা