দৈনিক আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমানের বিরুদ্ধে সাজা বাতিল ও পত্রিকা প্রকাশে সকল প্রতিবন্ধকতা দূর করার আহবান জানিয়ে খুলনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ সেপ্টেম্বর) খুলনা প্রেসক্লাব প্রাঙ্গণে আমার দেশ পরিবারের ব্যানারে এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের খুলনার আহ্বায়ক প্রফেসর মোহাম্মদ মাজহারুল হান্নান। প্রধান বক্তা ছিলেন খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাড. শফিকুল আলম মনা। সভাপতিত্ব করেন আমার দেশের খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন।
সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দুর্নীতি লুটপাটের বিরুদ্ধে উচ্চকণ্ঠ ছিল আমার দেশ পত্রিকা। আমার দেশ প্রেস সিলগালা করার সময় জব্দ তালিকায় ২৫ কোটি টাকা মূল্যের প্রিন্টিং মেশিন, পাঁচ কোটি টাকার কাগজ ও এক কোটি টাকার কালি রয়েছে বলে পুলিশ উল্লেখ করে। বিগত ১১ বছরে এসব সম্পদ লুটপাট ধ্বংস করা হয়েছে। সমাবেশ থেকে লুণ্ঠিত সম্পদের ক্ষতিপূরণ ও বেকার থাকা সাংবাদিক, কর্মকর্তা, কর্মচারীদের বকেয়া সকল বেতন ভাতা পরিশোধের জোর দাবি জানানো হয়।
মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানার পরিচালনায় বক্তৃতা করেন মহানগর বিএনপি সদস্য সচিব শফিকুল আলম তুহিন, মহানগরী জামায়াতে ইসলামী সেক্রেটারি অ্যাড. শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা সভাপতি মো. আনিসুজ্জামান, খুলনা প্রেসক্লার সাবেক সাধারণ সম্পাদক শেখ দিদারুল আলম, বিএফইউজের সাবেক সহ-সভাপতি আবু তৈয়ব ও রাশিদুল ইসলাম, সাবেক নির্বাহী সদস্য এইচএম আলাউদ্দিন, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের খুলনার সদস্য সচিব প্রফেসর ডা. সেখ মো. আখতার উজ জামান, বাংলাদেশ ল’ইয়াস কাউন্সিলের কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাড. শাহ আলম।
বিডি প্রতিদিন/হিমেল