বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মহানগর পুলিশের চার থানায় হামলা ও কোনো অস্ত্র লুটের ঘটনা না ঘটায় বরিশালবাসীকে ধন্যবাদ জানিয়েছেন নতুন পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। রবিবার নগরীর বাধ রোডে মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। এ সময় পুলিশ কমিশনার সাংবাদিকদের কাছে সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানিয়েছেন। সাংবাদিকদের কাছ থেকে গঠনমূলক সমালোচনা ও ইতিবাচক পরামর্শ বিশ্লেষণ করে ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছেন তিনি।
সাংবাদিকদের সহায়তায় নিরাপদ বরিশাল গড়ার আশাবাদ ব্যক্ত করে পুলিশ কমিশনার বলেন, মাদক বহনকারীই নয়, মাদক ব্যবসায়ীদেরও আইনের আওতায় আনা হবে। দুর্গাপূজায় বরিশাল নগরীতে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে।
মতবিনিময় সভায় বরিশাল মেট্রোপলিটন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) মো. আলী আশরাফ ভুঞা, উপ-পুলিশ কমিশনার (ট্র্যাফিক) এস এম তানভীর আরাফাত, উপ-পুলিশ কমিশনার (সাপ্লাই অ্যান্ড লজিস্টিকস) মো. জামিরুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্র্যাফিক) এসপি রুনা লায়লাসহ বরিশালের কর্মরত স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম তার বক্তব্যের শুরুতেই গত ৫ আগস্টের ছাত্র জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
তিনি শনিবার দুপুরে বরিশাল মহানগর পুলিশ কমিশনারের দায়িত্ব নেন। রবিবার প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন।
বিডি প্রতিদিন/হিমেল