রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে দু'পক্ষের মধ্যে মারামারিতে গুলির ঘটনায় শাহনেওয়াজ (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (১৬ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
মৃত আবু বক্কর সিদ্দিক মোহাম্মদপুর জেনাভা ক্যাম্পের ৮ নং ব্লকের বাসিন্দা। তার বাবার নাম মো. শাহনেওয়াজ।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
নিহতের বোন নাসরিন জানান, জেনেভা ক্যাম্পে দু'পক্ষের মধ্যে মারামারিতে গুলির ঘটনাটি ঘটে। এসময় তার ভাই শাহনেওয়াজ গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/নাজিম