নারায়ণগঞ্জে বিশ্ব শোভন কর্ম দিবস উপলক্ষে ‘শোভন র্কম পরিবেশের নিশ্চয়তা ও টেকসই ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার’ স্লোগানে রিকশা র্যালি, শ্রমিক সমাবেশ ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরে একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় ও কর্মজীবী নারী’র উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
র্যালি পূর্ব সমাবেশে বক্তারা বলেন, শ্রমিকদের জন্য শোভন কর্ম পরিবেশ, সকল শ্রমিকদের জন্য ন্যূনতম বাঁচার মতো মজুরি নিশ্চিত করতে পারলেই শোভন কর্মদিবস পালন সার্থক হবে। দেশের শ্রমিকের অধিকার ও নিরাপত্তা অন্যান্য ইস্যুর তুলনায় অনেকটাই উপেক্ষিত। মানবাধিকার প্রতিষ্ঠা করতে হলে আগে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। সরকার গার্মেন্ট শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা কার্যক্রম পাইলট আকারে শুরু করেছে। যা খুবই ভালো উদ্যোগ। কিন্তু এই কার্যক্রম সকল শ্রমিকের জন্য চালু করতে হবে।
কর্মজীবী নারী’র সমন্বয়ক রাজীব আহমেদের সভাপতিত্বে শ্রমিক সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন শ্রমিক নেত্রী নারগিস আক্তার, গার্মেন্ট শ্রমিক শিলা রানী, নদী খাতুন, রিপা আক্তার, নারায়ণগঞ্জ ক্যাফে ম্যানেজার রুম্পা রেজা, সুলতানা সুমি ও সচিন চন্দ্র দাস প্রমুখ।
সমাবেশ শেষে শতাধিক শ্রমিকের একটি বর্ণাঢ্য রিকশা র্যালি নিয়ে নারায়ণগঞ্জ জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিসিক এলাকায় শেষ হয়। সেই সাথে বিকেলে নারায়ণগঞ্জ উইমেন ক্যাফেতে একটি বিশ্ব শোভন কর্ম দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়। যেখানে বিসিকের শ্রমিকরা অংশগ্রহণ করেন এবং তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন।
বিডি প্রতিদিন/হিমেল