সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নিঃশর্ত মুক্তির দাবিতে গাজীপুরে র্যালি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ী আমতলা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ কর্মসূচি পালন করেন স্থানীয় নেতা-কর্মীরা।
এসময় বিক্ষোভ মিছিলে বিএনপি নেতা জিলাল উদ্দিনের নেতৃত্বে অংশগ্রহণ করেন ফারুক আহমেদ, সোলাইমান হোমেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা লুৎফুজ্জামান বাবরের বিভিন্ন অবদানের কথা তুলে ধরে বলেন, বিএনপি সরকারের আমলে তিনি একজন সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন এবং তার নির্বাচনী এলাকা ছাড়াও নিজ জেলায় বহু মানুষকে চাকরিসহ বিভিন্নভাবে সহযোগিতা করতেন, যার ফলে তিনি জননন্দিত নেতা হিসেবে পরিচিত হন।
বক্তারা আরও বলেন, তাকে গ্রেনেড হামলা ও ১০ ট্রাক অস্ত্র মামলাসহ বিভিন্ন মিথ্যা মামলায় জড়িয়ে কারাগারে আটক রাখা হয়েছে এবং এসব মামলায় বেশ কয়েকটি রায়ে তাকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। তারা এসব মামলাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দাবি করে অবিলম্বে তার নি:শর্ত মুক্তির দাবি জানান।
বক্তব্য শেষে বিক্ষোভ মিছিলটি মহাসড়ক হয়ে মেম্বার বাড়ি বাজার থেকে ভবানীপুর বাজারে গিয়ে শেষ হয়।
বিডি প্রতিদিন/আশিক