সোমবার, ২৯ মে, ২০১৭ ০০:০০ টা

ব্যক্তিমালিকানাধীন প্রত্নসম্পদ সংগ্রহে প্রণোদনার উদ্যোগ

সংস্কার হচ্ছে পরিবেশ সংরক্ষণ আইন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের আনাচে কানাচে ব্যক্তি উদ্যোগে সংগৃহীত ব্যক্তি মালিকানাধীন প্রত্নতাত্ত্বিক সম্পদ সরকারের অনুকূলে জমা দিতে প্রণোদনার মাধ্যমে আগ্রহী করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এজন্য কী ধরনের প্রণোদনা দেওয়া হবে, এ বিষয়ে একটি নীতিমালা করে তা প্রচারের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এ জন্য যাদের ব্যক্তিগত সংগ্রহে এ ধরনের সামগ্রী রয়েছে তাদেরকে প্রণোদনার পাশাপাশি সম্মাননা প্রদানেরও সুপারিশ করা হয়। সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২০তম বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটি সভাপতি সিমিন হোসেন (রিমি)। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এবং পংকজ নাথ বৈঠকে অংশগ্রহণ করেন। সংসদ সচিবালয় জানায়, কমিটি দেশের নিবন্ধিত সকল গ্রন্থাগার, সাংস্কৃতিক প্রতিষ্ঠানসমূহকে শতভাগ অনলাইন রেজিস্ট্রেশনের আওতায় আনার সুপারিশ করা হয়। সরকারি অনুদান প্রদানের ক্ষেত্রে অসচ্ছল সংস্কৃতি সেবীসহ আবেদনকারী সকলের তথ্য জেলা/উপজেলা প্রশাসন কর্তৃক যাচাই বাছাই সাপেক্ষে অনুদান প্রদানের সুপারিশ করা হয়। এ ছাড়া বৈঠকে জানানো হয়, বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন রাজশাহীর বরেন্দ্র জাদুঘর যথাযথভাবে সংরক্ষণের লক্ষ্যে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে পরিবেশ আদালত ও সংরক্ষণ আইন করার মাত্র ছয় বছরের মাথায় ফের এটির সংস্কার ও সংশোধনের প্রস্তাব করেছে সংসদীয় কমিটি। গতকাল সংসদ ভবনে অনুষ্ঠিত পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৪তম বৈঠকে এ প্রস্তাব করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, পরিবেশ আদালত আইন প্রণীত হয় ২০১০ সালে। একই বছর এ আইন  (সংশোধিত) সংস্কার করা হয়। সংসদীয় কমিটি বলেছে, বিদ্যমান দুই আইনের মধ্যে যেসব পরস্পরবিরোধী সাংঘর্ষিক বিষয়গুলো রয়েছে- সেসব চিহ্নিত করে অবিলম্বে তা সংশোধন করা প্রয়োজন। একই সঙ্গে কমিটি, নিম্ন আয়ের মানুষ ও তাদের সন্তানদের প্রতি মাসে একদিন গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক পরিদর্শনের বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও সুপারিশ করেছে।

বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মোহাম্মদ হাছান মাহমুদ।  পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, টিপু সুলতান এবং মো. ইয়াসিন আলী বৈঠকে অংশ নেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর