বস্ত্র ও পাটমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বাংলাদেশকে ঘিরে সব সময়ই ষড়যন্ত্র ছিল। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার জন্য ১৮৫টি দেশে বার্তা পাঠিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।
গতকাল নিজস্ব উদ্যোগে মোহাম্মদপুর টাউন হলে আয়োজিত দুস্থ ও অসহায়দের মধ্যে খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। নানক আরও বলেন, যারা দেশের উন্নয়ন মেনে নিতে পারেনি, তারা বেছে বেছে দেশের বড় বড় স্থাপনাতে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। জামায়াত-শিবির, বিএনপি কোটাবিরোধী আন্দোলনকে পুঁজি করে সশস্ত্র সন্ত্রাসী হামলা চালিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছেন। জামায়াত-শিবির বিএনপির বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। তিনি বলেন, কারফিউয়ের কারণে শ্রমজীবী নিম্নবিত্ত মানুষ অর্ধাহারে রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে তাদের পাশে সহযোগিতার তার হাত বাড়িয়ে দিয়েছে দলের সবাই।