জামালপুরে জেলা কারাগারে বন্দিদের বিদ্রোহের ঘটনায় আহত আরও এক হাজতির মৃত্যু হয়েছে। নিহত বন্দি রফিকের বাড়ি জামালপুর শহরের বনপাড়া এলাকায়।
জামালপুর জেলা কারাগারের জেলার আবু ফাত্তাহ জানান, গত বৃহস্পতিবার বন্দিদের বিক্ষোভ, কারাগারে অগ্নিসংযোগ ও ফটক ভেঙে বন্দিদের পালানোর চেষ্টার ঘটনায় আহত মাসুদ নামে আরও এক বন্দির মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় তাকে অসুস্থ অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত করে আইনগত প্রক্রিয়ায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মাসুদ মাদক মামলার আসামি হিসেবে কারাগারে ছিলেন। এ পর্যন্ত বিদ্রোহের ঘটনায় মোট সাতজন বন্দির মৃত্যু হলো।