বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন এবং তাঁর সুস্বাস্থ্য কামনায় গতকাল রাজধানীসহ সারা দেশে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার সুস্বাস্থ্য এবং ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আয়োজক সংগঠনের সভাপতি এসএম জিলানীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাজীব আহসানের পরিচালনায় দোয়া মাহফিলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী-খান সোহেল, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানসহ সংগঠনটির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম জানান, নগরীর কাজীর দেউরী দলীয় কার্যালয় সংলগ্ন জামে মসজিদে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে গতকাল চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দীন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, সদস্য সচিব নাজিমুর রহমান, এমএ আজিজ, মোহাম্মদ মিয়া ভোলা, সৈয়দ আজম উদ্দিন, এসকে খোদা তোতন, হারুন জামান, শফিকুর রহমান স্বপন, ইকবাল চৌধুরী, এস এম আবুল ফয়েজ প্রমুখ।