ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে সন্ত্রাসী হামলার প্রতিবাদে গতকালও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, সমাবেশ ও মানববন্ধন হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-
চট্টগ্রাম : ঢাকার বসুন্ধরা আবাসিকের ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সের সাতটি গণমাধ্যম কার্যালয়ে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও তান্ডবের প্রতিবাদে সমাবেশ করেছে চট্টগ্রামের পটিয়ার সাংবাদিক ও সুধীসমাজ। গতকাল পটিয়া পৌর সদরের পোস্ট অফিস মোড় এলাকায় পটিয়া প্রেস ক্লাবের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় সাংবাদিক নেতারা হামলাকারী সন্ত্রাসী ও এর পেছনের ইন্ধনদাতা গোষ্ঠীকে চিহ্নিত করে তাদের অবিলম্ব গ্রেপ্তার ও বিচার প্রক্রিয়া শুরুর দাবি জানান।
পটিয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এস এম এ কে জাহাঙ্গীরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া, কবিয়াল আবু ইউসুফ, অধ্যাপক ভগীরথ দাশ, কবি শেখর নাথ পিন্টু, দৈনিক জনতার সাংবাদিক সেলিম চৌধুরী, সমকালের আহমদ উল্লাহ, কালের কণ্ঠের কাউছার আলম, আজাদীর শফিউল আজম, ইনকিলাবের নূর হোসেন, পূর্বকোণের রবিউল আলম ছোটন, মানবজমিনের শাহজাহান চৌধুরী, আমাদের সময়ের সুজিত দত্ত, বিজয় টিভির তাপস দে আকাশ, আমার বার্তার এস এম এ জুয়েল, বিএনপি নেতা মামুনুর রশীদ, জমির উদ্দিন, মাকসুদুর রহমান শাহেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পটিয়ার ছাত্র প্রতিনিধি মাহবুব উল্লাহ, হাসান আল বান্না, আবু সিদ্দিক, ওয়াহিদুল ইসলাম, গাজী জুবায়ের, জামসেদুল ইসলাম নয়ন, মাসুদ চৌধুরী, রাকিবুল হক হেলালী প্রমুখ। সিরাজগঞ্জ : হামলা ও ভাঙচুরকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি করেছেন সিরাজগঞ্জে কর্মরত সাংবাদিকরা। বেলা সাড়ে ১১টায় সিরাজগঞ্জ প্রেস ক্লাব হলরুমে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের আহ্বায়ক শরিফুল ইসলাম ইন্না। বাংলাদেশ প্রতিদিন এবং নিউজ-২৪ এর জেলা প্রতিনিধি আবদুস সামাদ সায়েমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আবদুল কুদ্দুস, প্রেস ক্লাবের সাবেক সভাপতি হারুন-অর-রশিদ খান হাসান, জনকণ্ঠের স্টাফ রিপোর্টার বাবু ইসলাম, সিরাজগঞ্জ টেলিভিশন ফোরামের সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি ইসরাইল হোসেন বাবু, বাসসের প্রতিনিধি শহিদুল ইসলাম ফিলিপস, চ্যানেল-২৪ এর স্টাফ রিপোর্টার হীরক গুণ, সমকালের জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম খান রানা, দৈনিক যমুনা প্রবাহের নির্বাহী সম্পাদক আবদুল মজিদ সরকার, প্রতিদিনের সংবাদের গাজী এস এইচ ফিরোজী, বাংলানিউজ ও কালবেলার জেলা প্রতিনিধি স্বপন চন্দ্র দাস, দৈনিক আমাদের বাংলার ব্যুরো চিফ শেখ এনামুল হক, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিনিধি দিলীপ গৌর, সলঙ্গা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম দুলাল উদ্দিন ও কামারখন্দ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক রাজ, দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিনের নির্বাহী সম্পাদক ইসমাইল হোসেন, ভোরের ডাকের স্টাফ রিপোর্টার মৌলভী নজরুল ইসলাম, ইত্তেফাকের জেলা প্রতিনিধি মাহমুদুল কবির মিঠু, জিটিভি ও আমাদের সময়ের প্রতিনিধি আমিনুল ইসলাম, আজকালের খবর পত্রিকার প্রতিনিধি জহুরুল ইসলাম, দৈনিক জনতার প্রতিনিধি নজরুল ইসলাম, বণিক বার্তার প্রতিনিধি অশোক ব্যানার্জি, দৈনিক নবরাজের প্রতিনিধি নওশাদ আহমেদ, যুগের কথার এ এইচ মুন্না, প্রেস ক্লাবের সাবেক দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার জিন্নাহ ফারুক, এখন টিভির রিফাত রহমান, সময় টিভির রিংকু কুন্ডু, আরটিভির সাজিরুল ইসলাম সঞ্চয়, বৈশাখী টিভির সুজিত সরকার, ভোরের দর্পণের প্রতিনিধি এস এম আল-আমিন, মানবজমিনের প্রতিনিধি সুজন সরকার, গণমানুষের আওয়াজ প্রতিনিধি সুমন কবির, বার্তা বাজারের প্রতিনিধি সোহাগ হাসান জয়, ডিবিসির খালিদ হৃদয়, মোহনা টিভির সোহেল রানা, গ্লোবাল টিভির আশরাফুল ইসলাম, আনন্দ টিভির হুমায়ুন কবির সোহেল, গ্রিন টিভির শাম্মী আহমেদ আজমীর, রাজধানী টিভির আশরাফুল ইসলাম জয়, স্বদেশ প্রতিদিনের প্রতিনিধি মো. দিল শেখ, আনন্দ টিভির সাধন কুমার দাস, সাংবাদিক সেলিম শিকদার, মাসুদ রানা বাচ্চু, শাহিদা খাতুন, রাকিবুল ইসলাম এবং দৈনিক চাঁদতারার প্রতিনিধি ইমরান হোসেন। চকরিয়া (কক্সবাজার) : প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে কক্সবাজারের চকরিয়ায়। এ কর্মসূচিতে অংশ নেন চকরিয়া উপজেলা প্রেস ক্লাব নেতাসহ কর্মরত সাংবাদিকরা। এ ছাড়াও বসুন্ধরা শুভসংঘ চকরিয়া উপজেলা শাখার নেতারাও কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বিকাল ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলা প্রেস ক্লাব কার্যালয়ের সামনে মানববন্ধন ও ক্লাব কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। চকরিয়া উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও কালের কণ্ঠের স্থানীয় প্রতিনিধি ছোটন কান্তি নাথের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন চকরিয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি ইবনে আমিন, জ্যেষ্ঠ সহসভাপতি দৈনিক নয়াদিগন্তের রফিক আহমদ, সহসভাপতি যথাক্রমে দৈনিক যায়যায়দিনের মনজুর আলম, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মুহাম্মদ জিয়াউদ্দিন ফারুক, ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর প্রতিনিধি আবুল মনসুর মো. মহসিন, অর্থসম্পাদক ও দৈনিক আলোকিত বাংলাদেশ প্রতিনিধি এ কে এম ইকবাল ফারুক, দপ্তর সম্পাদক ও একুশে সংবাদ পত্রিকার প্রতিনিধি আবদুল হামিদ, তৃতীয়মাত্রার প্রতিনিধি ও ক্লাবের সদস্য মো. শাহ আলম, স্বদেশ প্রতিদিনের প্রতিনিধি শাহদাত আলী জিন্নাহ, দি কমার্শিয়াল টাইমসের প্রতিনিধি জমির হোছাইন, ইনফোবাংলার প্রতিনিধি মিজানুর রহমান, আমার সংবাদ প্রতিনিধি ফয়সাল আলম সাগর। এ ছাড়াও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ চকরিয়া উপজেলা শাখার সভাপতি আবুল মাসরুর, জ্যেষ্ঠ সহসভাপতি বিপ্লব দাশগুপ্ত, সাংগঠনিক সম্পাদক মাস্টার আপন শর্মা, জ্যেষ্ঠ সদস্য পরেশ দাশগুপ্ত, সদস্য যথাক্রমে মুহাম্মদ কুতুব উদ্দিন, আরিফ মাঈনউদ্দিন রাকিব, মুরশেদুল ইসলাম তোহা, রিয়াজুল হাসান প্রমুখ। মেহেরপুর : মানববন্ধন ও বিক্ষোভ করেছেন মেহেরপুরের গণমাধ্যমকর্মীরা। বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। প্রতিবাদ সমাবেসে নিউজ-২৪ টিভির সাংবাদিক ডালিম সানোয়ারের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি মাহবুবুল হক পোলেন, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি ইয়াদুল মোমিন, বাংলানিউজ-২৪ এর প্রতিনিধি জুলফিকার আলী কানন, আনন্দ টেলিভিশনের মেহেরপুর প্রতিনিধি মিজানুর রহমান, সময়ের সমীকরণের মেহেরপুর প্রতিনিধি এস আই বাবু, মানবাধিকার কর্মী সাদ আহম্মেদ, দৈনিক ইত্তেফাকের গাংনী প্রতিনিধি আমিরুল ইসলাম আল্ডাম, সাংবাদিক সজিবুল ইসলাম. রাশেদ খান প্রমুখ। জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন ও স্থানীয় পত্রিকার সাংবাদিকরা কর্মসূচিতে অংশ নেন। জয়পুরহাট : সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও তান্ডবের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন জয়পুরহাটের কর্মরত সাংবাদিকরা। বেলা ১১টায় শহরের জিরো পয়েন্ট পাচুর মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও প্রতিবাদ সভায় সাংবাদিক নেতারা ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলাকারী ও এর পেছনের ইন্ধনদাতা গোষ্ঠীকে চিহ্নিত করে তাদের অবিলম্ব গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। বাংলানিউজের জয়পুরহাট প্রতিনিধি শাহিদুল ইসলাম সবুজের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রতিদিনের জয়পুরহাট প্রতিনিধি শামীম কাদির। বক্তব্য রাখেন মানবকণ্ঠের জেলা প্রতিনিধি আবু মুসা, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি এস এম শফিকুল ইসলাম, প্রথম আলোর জেলা প্রতিনিধি রবিউল ইসলাম রুবেল, চ্যানেল-২৪ এর স্টাফ রিপোর্টার হারুনুর রশিদ, দেশ টিভির জেলা প্রতিনিধি রেজাউল করিম রেজা, গ্লোবাল টিভির জাহাঙ্গীর আলম খান, দৈনিক রুপালি বাংলাদেশের জেলা প্রতিনিধি আবু রায়হান, দৈনিক বাংলাবাজারের জেলা প্রতিনিধি মনিরুজ্জামান মনির প্রমুখ। মানববন্ধন ও প্রতিবাদ সভায় জেলার পাঁচটি উপজেলার কর্মরত সব প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।