পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলামের সঙ্গে ঢাকার মার্কিন দূতাবাসের রিজিয়নাল সিকিউরিটি অফিসার ড্যানিয়েল ব্লেকমোরের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল পুলিশ সদর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় আইজিপি বাংলাদেশ পুলিশ সদস্যদের বিভিন্ন প্রশিক্ষণে সহযোগিতা করার জন্য মার্কিন সরকারকে ধন্যবাদ জানান। ভবিষ্যতেও পুলিশের প্রশিক্ষণে যুক্তরাষ্ট্র সহযোগিতা অব্যাহত রাখবে বলে প্রত্যাশা করেন তিনি। জবাবে মার্কিন প্রতিনিধি দল বাংলাদেশ পুলিশের প্রশিক্ষণে যুক্তরাষ্ট্র সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানায়। সাক্ষাৎকালে ক্রমবর্ধমান অপরাধ নিয়ন্ত্রণ, সাইবার ক্রাইম, মানি লন্ডারিং, ট্রান্সন্যাশনাল ক্রাইম, মানব পাচার, মানবাধিকার, ক্রাইসিস ম্যানেজমেন্ট ও জনশৃঙ্খলা রক্ষায় দেশে-বিদেশে যুগোপযোগী প্রশিক্ষণ এবং লজিস্টিকস সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।