বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবীর খোকন গতকাল বাংলাদেশ প্রতিদিন-এ প্রকাশিত ‘সতর্ক বিএনপিতে জিরো টলারেন্স’ শীর্ষক সংবাদের শেষাংশের কিছু তথ্যের প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, দখলবাজির অভিযোগে তাকে দলের শোকজ করার কথা সম্পূর্ণ অসত্য ও কল্পনাপ্রসূত। সামাজিক মাধ্যমে তার সম্পর্কে একটি বানানো ও অনুমানভিত্তিক পোস্টকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝি হওয়ায় বিষয়টি সম্পর্কে ব্যাখ্যা চাওয়া হয় এবং তিনি ইতোমধ্যে ব্যাখা দিয়েছেনও।
প্রতিবাদলিপিতে বলা হয় : ছাত্র আন্দোলনে আমার গৌরবোজ্জ্বল ইতিহাস এবং জাতীয় রাজনীতিতে দায়িত্ব পালনকালে দখলবাজি অথবা চাঁদাবাজির কোনো অভিযোগ কোনোদিন কেউ আনতে পারেনি এবং এ দেশের স্বৈরাচারবিরোধী সব আন্দোলনের ইতিহাসে আমার ভূমিকা জাতির কাছে সমাদৃত। দখলবাজির কথা লিখে আমাকে হেয় করার চেষ্টা করা হয়েছে আমি মর্মাহত।