নাগরিক মঞ্চের নেতারা বলেছেন, বিজয় ধরে রাখতে হলে সুবিধাবাদী রাজনীতি ছেড়ে দিতে হবে। আন্দোলন-সংগ্রামে যারা জেলজুলুমের শিকার হয়েছেন তারা এখন পেছনের সারিতে। যারা মাঠে আন্দোলন পরিচালনা করেছেন তাদের খোঁজখবর রাখতে হবে। তাঁরা বলেন, বিজয় অর্জন সহজ হলেও ধরে রাখা তার চেয়েও কঠিন।
রাজধানীর তোপখানা রোডের শিশুকল্যাণ পরিষদের কনফারেন্স রুমে ‘ভারতীয় আগ্রাসন প্রতিরোধ এবং পরাজিত স্বৈরাচার কর্তৃক সব রাজনৈতিক হত্যাকাে র দ্রুত বিচার’ দাবিতে আয়োজিত সভায় বক্তারা এসব কথা বলেন।
নাগরিক মঞ্চের সমন্বয়কারী ও দেশপ্রেমিক নাগরিক পার্টির চেয়ারম্যান আহসান উল্লাহ শামীমের সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী, দেশরক্ষা আন্দোলনের চেয়ারম্যান সানোয়ার হোসেন, নাগরিক মঞ্চের উপদেষ্টা কর্নেল (অব.) ফরিদুল আকবর, মোহাম্মদ নজরুল ইসলাম, নব্বইয়ের গণ আন্দোলনের ছাত্রনেতা আসাদুজ্জামান খান আসাদ, বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ হোসেন, ইসলামী সমাজতান্ত্রিক দলের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান, গ্রিন পার্টির চেয়ারম্যান রাজু আহমেদ খান ও মহাসচিব মশিউর রহমান, ক্যাপ্টেন আইনুল হক, বাংলাদেশ সেবা পার্টির চেয়ারম্যান ডা. আবু তোহা।