কর্মজীবী নারীদের সমাজিক ও পারিবারিক নিরাপত্তার দাবি জানিয়েছে ইয়ুথ অ্যাকশন ফর সোশ্যাল চেঞ্জ (ইয়্যাস)। বুধবার এক বিবৃতিতে তারা এ দাবি জানান। বিবৃতিতে নারীর প্রতি সহিংসতা, শারীরিক ও মানসিক নির্যাতন বন্ধের দাবি জানানো হয়। ইয়্যাসের সভাপতি শামীউল আলীম শাওনের পাঠানো বিবৃতিতে উল্লেখ করা হয়, বর্তমানে সমাজে কর্মজীবী নারীরা নানা ধরনের সহিংসতা, বৈষম্য এবং নিপীড়নের শিকার হচ্ছেন। তাদের শারীরিক, মানসিক এবং সামাজিকভাবে বিপদাপন্ন অবস্থায় ফেলে দেওয়া হচ্ছে, যা সম্পূর্ণভাবে মানবাধিকারের লঙ্ঘন এবং সমাজের নৈতিক ও আইনানুগ মূল্যবোধের প্রতি চ্যালেঞ্জ। কর্মজীবী নারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে সংস্থাটি।