এলজিআরডি ও সমবায় এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, স্থানীয় ভূমি বিরোধের মূল উৎস্য খুঁজে তা নিষ্পত্তির উদ্যোগ নিতে হবে। এর মাধ্যমে সমাজে ভূমি ব্যবস্থাপনার ইতিবাচক প্রতিফলন ঘটতে সক্ষম হবে।
গতকাল রাজধানীর নীলক্ষেতে ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত পাঁচ সপ্তাহব্যাপী বিভিন্ন জেলার ৩৯ জন সহকারী কমিশনার (ভূমি) প্রশিক্ষণার্থীর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেন, বিদ্যমান ভূমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
দেশের সাধারণ মানুষের জন্য একটি স্বচ্ছ, জনবান্ধব ও দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনা কাঠামো গড়ে তুলতে ও সমাজের শান্তিশৃঙ্খলা নিশ্চিত করতে হলে সহকারী কমিশনারদের কর্ম এলাকায় জনগণের সঙ্গে সরকারের সেতুবন্ধন হিসেবে কাজ করতে হবে। এতে করে ভূমি বিরোধ মামলা হ্রাস পাওয়ার পাশাপাশি মামলার সব পক্ষের অর্থ শ্রম ও সময়ের অপচয় রোধ করা সম্ভব হবে।
তিনি প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক পদটি মহাপরিচালক পদে মানোন্নীত করার সহায়তার আশ্বাস দিয়ে প্রশিক্ষণার্থীদের ধন্যবাদ জানিয়ে তাদের লব্দজ্ঞান সদ্ব্যবহার করার আহ্বান জানান। পরে উপদেষ্টা প্রশিক্ষণার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন।
কেন্দ্রের পরিচালক মো. আরিফের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ভূমি সচিব মো. খলিলুর রহমান ও উপপরিচালক রুমানা রহমান স্বপ্না।