সমকালীন চিত্রশালা শিল্পাঙ্গনে শুরু হয়েছে নবীন শিল্পী মো. রাসেল রানার একক চিত্রপ্রদর্শনী ‘মাটির মানুষ’। গতকাল সন্ধ্যায় শিল্পাঙ্গনে প্রদর্শনীর উদ্বোধন করেন বরেণ্য চিত্রশিল্পী মোহাম্মদ ইউনুস। এ সময় বিশেষ অতিথি ছিলেন স্থপতি ও চিত্রশিল্পী মুস্তাফা খালিদ পলাশ। শিল্পীর কাজ সম্পর্কে বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চিত্রশিল্পী রশীদ আমিন।
শিল্পাঙ্গনে শিল্পী রাসেল রানার এটি প্রথম একক প্রদর্শনী। প্রতি বছরের মতো এবারও শিল্পাঙ্গনের পক্ষ থেকে নতুন প্রতিভাবান শিল্পীর আত্মপ্রকাশের কর্মসূচির অংশ হিসেবেই মূলত এই আয়োজন। সেই সঙ্গে ভূমি গ্যালারি ও শিল্পাঙ্গনের যৌথ পথচলা বা কর্মসূচির এটি প্রথম আনুষ্ঠানিক পদক্ষেপ।
রাসেল রানা বাংলার ঐতিহ্য মাটির টেপা পুতুলের ফর্ম নিয়ে পেইনটিং করেন। বলা যায় কুমোররা নরম এঁটেল মাটি দিয়ে হাতের নৈপুণ্যে যে মাটির পুতুল তৈরি করেন, রাসেল সেটিই করেন তার ক্যানভাসে-উন্নত এক শিল্প ভাবনার আবেশে। অতীতে মূলত গ্রামের মেলায় এ টেপা পুতুলের প্রচলন শুরু হলেও তা যেন ধীরে ধীরে বাংলার মানুষের এক প্রতিচ্ছবি হয়ে দাঁড়ায়, যা একসময় শিল্পাচার্য জয়নুল আবদীন তুলে এনেছিলেন তার চিত্রকর্মে। শিল্পী রাসেল রানা অনেকটা সেই পরম্পরায় তার মাটির মানুষকে ওই আদলেই আমাদের কাছে তুলে ধরতে চান। তার ছবিতে খড়ের চালা, বন্যার জল, মাটির কলস আমাদের দৃষ্টি অতীতে নিয়ে যায়, যেখানে আমরা অনুভব করি আমাদের পূর্ব সত্তাকে- যারা এখন রাসেলের রঙ-তুলির মাটির মানুষ।
এবারের প্রদর্শনীতে অ্যাক্রেলিক ও মিশ্র মাধ্যমে শিল্পীর মোট ৩৮টি ছবি স্থান পেয়েছে। প্রদর্শনী চলবে ২২ অক্টোবর পর্যন্ত। দর্শকদের জন্য প্রতিদিন খোলা থাকবে বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত।