দুর্গাপূজা উপলক্ষে গতকাল পিরোজপুর উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করে হিন্দু ধর্মাবলম্বীদের খোঁজখবর নিয়েছেন জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী।
এ সময় তিনি মন্দিরের পুরোহিত ও হিন্দু ধর্মাবলম্বীদের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেন। তারা যেন কোনোরকম সন্ত্রাসী হামলার শিকার না হন, সে জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা অতন্দ্র প্রহরী হয়ে পাশে থাকবেন বলে জানান তিনি।
মাসুদ সাঈদী বলেন, প্রত্যেক জাতির নিজস্ব ধর্মীয় সংস্কৃতি আছে। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব হচ্ছে এই দুর্গাপূজা। ইসলাম ধর্ম শিক্ষা দিয়েছে যার যার ধর্ম তারা সঠিকভাবে পালন করবে।