দুর্গাপূজা উপলক্ষে বাগেরহাটের রামপাল ও মোংলার ৫৯টি মন্দিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে অনুদান দেওয়া হয়েছে। বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. শেখ ফরিদুল ইসলাম গত দুই দিন রামপালের ৩৭টি ও মোংলার ২২টি পূজামন্ডপ পরিদর্শনকালে অনুদান প্রদান এবং হিন্দু সম্প্রদায়ের নেতা ও পুণ্যার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় ড. শেখ ফরিদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুদানসহ বার্তা পৌঁছে দিতে আপনাদের কাছে এসেছি। তিনি বলেন, এ দেশে সবার নিরাপদে বসবাসের অধিকার রয়েছে। হিন্দু সম্প্রদায়ের লোকজন আমাদের ভাইবোন। তাদের নিরাপত্তা দিতে বিএনপি বদ্ধপরিকর।
এ সময় রামপাল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন বাবু, যুগ্ম আহ্বায়ক শেখ ফিরোজ কবির, সদস্যসচিব কাজী জাহিদুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান পিয়াল, সদস্যসচিব এস এম আলমগীর কবির বাচ্চু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী অজিয়ার রহমান, ছাত্রদলের আহ্বায়ক মোল্যা তরিকুল ইসলাম শোভন, মোংলা উপজেলা বিএনপি নেতা স ম ফরিদ উদ্দিন, পৌর বিএনপির নেতা আবু হুসাইন পনি, যুবদলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মানিক, জিয়াউর রহমান হিরণ উপস্থিত ছিলেন।