এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আজ মঙ্গলবার প্রকাশ করা হবে। এদিন বেলা ১১টায় ওয়েবসাইটে একযোগে ফল প্রকাশিত হবে। শিক্ষার্থীরা পাবলিক পরীক্ষার ফল প্রকাশের ওয়েবসাইটে (www.educationboardresults.gov.bd) রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল দেখতে পারবেন। পাশাপাশি মোবাইল ফোনে সএমএসের মাধ্যমেও ফল জানা যাবে।
এসএমএসে ফল দেখতে শিক্ষাবোর্ডের নামের প্রথম তিন অক্ষর রোল ও পাশের সাল উল্লেখ করে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
এবার বেশ কয়েকটি বিষয়ে পরীক্ষা নেওয়া হয়নি। এসএসসি ও সমমানের ফলের ভিত্তিতে এইচএসসিতে পরীক্ষা না হওয়া বিষয়গুলোর জিপিএ নির্ধারণ করা হবে। ফল প্রকাশ মূলত: শিক্ষাবোর্ডের কাজ হলেও এর আগে সরকারের শিক্ষামন্ত্রীরা সংবাদ সম্মেলন করে ফল প্রকাশ করতেন। এ নিয়ে ক্ষোভ ছিল অনেকের। এবার ফল প্রকাশে থাকছে না কোনো আনুষ্ঠানিকতা। সরকারপ্রধান বা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাও ফলাফল প্রকাশের কোনো অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না। সব প্রথা বা রীতি ভেঙে স্ব স্ব বোর্ড চেয়ারম্যানরা ফল ঘোষণা করবেন। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, এবার শিক্ষাবোর্ড থেকে ফল প্রকাশ করা হবে।