দেশের রন্ধ্রে রন্ধ্রে প্রতিষ্ঠিত সবধরনের ফ্যাসিবাদ উৎখাত করতে হবে। গতকাল মুজাহিদে মিল্লাত মুফতি ফজলুল হক আমিনী (রহ.)-এর ‘জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলে ইসলামী ঐক্যজোট বাংলাদেশের নেতারা এ কথা বলেন। সংগঠনের চেয়ারম্যান মাওলানা আবদুল কাদিরের সভাপতিত্বে ও মুফতি সাখাওয়াত হোসাইন রাজীর আহ্বানে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তারা বলেন, আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে কথা বলার কারণে মুফতি আমিনী সাহেবকে জেল খাটতে হয়েছে, তার ছেলেকে গুম করা হয়েছে, অবশেষে তাকে ২১ মাস গৃহবন্দি রেখে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। মুফতি আমিনীর চেতনা সামনে রেখে আমাদের শপথ করতে হবে ইসলামের বিরুদ্ধে যদি কোনো বাতিল শক্তি চোখ রাঙিয়ে কথা বলে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।