ডেঙ্গু সতর্কতা ও এডিস মশার বংশবিস্তার রোধে লিফলেট বিতরণ করেছেন ডেমরা থানা বিএনপির নেতা-কর্মীরা। গতকাল দুপুরে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে লিফলেট বিতরণ করেন ঢাকা মহানগরী দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী। লিফলেট বিতরণকালে স্থানীয় বাসিন্দাদের ডেঙ্গুর বাহক এডিস মশা প্রতিরোধসহ ডেঙ্গু সম্পর্কে সতর্ক করা হয়। পাশাপাশি এডিস মশা প্রতিরোধে খাল ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেওয়া হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন ডেমরা থানা বিএনপির প্রস্তাবিত কমিটির সভাপতি এস এম রেজা চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান, ডেমরা থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন খান প্রমুখ।