বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কাউন্সিল গতকাল ঢাকার তোপখানা রোডে বিএমএ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। কাউন্সিলের নির্বাচনি অধিবেশনে মো. আনোয়ারুল ইসলাম তোতাকে সভাপতি, জুলফিকার আলী প্রামাণিককে নির্বাহী সভাপতি ও মো. আবদুল ওয়াদুদ ভূঁঞাকে সাধারণ সম্পাদক করে ২০১ সদস্য কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।
কাউন্সিলে সারা দেশের দুই সহস্রাধিক প্রতিনিধি ও পর্যবেক্ষক অংশ নেন।
বক্তারা প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড ও প্রধান শিক্ষকদের ৯ম গ্রেডসহ শতভাগ বিভাগীয় পদোন্নতি বাস্তবায়নে সরকারের আন্তরিকতা শিক্ষকদের পেশার প্রতি আরও আগ্রহী হতে অনুপ্রাণিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।