বাগেরহাটের মোরেলগঞ্জে চাঁদাবাজির মামলায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) এক ডিলারকে গ্রেপ্তার করেছে পুলিশ। খাউলিয়া ইউনিয়নের টিসিবি ডিলার মো. জিয়াউল হাসানকে শুক্রবার রাত ১১টার দিকে পুলিশ গ্রেপ্তার করে। গতকাল তাকে আদালতে পাঠানো হয়েছে। থানার ওসি মোহাম্মদ সামসুদ্দিন বলেন, সন্নাসী গ্রামের আকবর আলীর ছেলে জিয়াউল আহসানকে প্রধান করে পাঁচজনের বিরুদ্ধে শুক্রবার রাতে একই গ্রামের লোকমান হোসেন বয়াতি একটি চাঁদাবাজি ও মারধরের অভিযোগে মামলা করেছেন। তদন্তের স্বার্থে জিয়াউলকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপর রয়েছে।