রাজবাড়ীর গোয়ালন্দের কয়েক কিলোমিটার জুড়ে ভাঙছে পদ্মা। তীব্র ভাঙন থেকে ঘরবাড়ি, ফসলি জমি, বিভিন্ন প্রতিষ্ঠান রক্ষার দাবিতে নদীতীরে মানববন্ধন করেছেন স্থানীয়রা। মুন্সীবাজার এলাকায় গতকাল এ কর্মসূচিতে অংশ নেন শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ভাঙন প্রতিরোধে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানান। বক্তারা বলেন, এক সপ্তাহে মুন্সীবাজার, কাউয়ালজানি, তেনাপতার এলাকায় কয়েকটি পয়েন্টে ৫০০ মিটার এলাকা নদীতে বিলীন হয়েছে।
সাতটি বসতবাড়ি নদীগর্ভে চলে গেছে। শত শত বাড়ি সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে। এক সপ্তাহে ভাঙন কবলিত এলাকায় কোনো সরকারি কর্মকর্তা দেখা যায়নি। দ্রুত নদীভাঙন রোধ করা না গেলে তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সহস্রাধিক বসতবাড়ি ও শত শত একর ফসলি জমি নদীর পেটে চলে যাবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন তারা।