টানা বর্ষণে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। বুধবার সকাল থেকে বিরতিহীনভাবে ভারি বর্ষণে এলাকার নিম্নাঞ্চলগুলো প্লাবিত হতে শুরু করে।
স্থানীয় সূত্রগুলো জানায়, ঘুমধুম ইউনিয়নের কোনারপাড়া, ঘোনারপাড়া, বাজারপাড়া, মধ্যম পাড়া, হিন্দু পাড়া ও পশ্চিমকূল এলাকার প্রায় দুই শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন জায়গায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ জানান, বন্যা ও পাহাড় ধসের বিষয়ে উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনকে জানানো হয়েছে। পাহাড় ধসে যান চলাচল স্বাভাবিকসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
তিনি জানান, ভূমিধসের আশঙ্কায় পাহাড়ের পাদদেশে বসবাসরত লোকজনকে নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করা হয়েছে।
বিডি-প্রতিদিন/শআ