কুমিল্লা-সিলেট মহাসড়ক আটকে গণমিছিল করেছে শিক্ষার্থীরা। শুক্রবার বিকাল চারটার দিকে মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কংশনগর এলাকায় এ বিক্ষোভ করেছে কয়েকটি কলেজের শিক্ষার্থীরা। এসময় সড়কের দুই পাশেই কয়েক কিলোমিটার যানজট সৃষ্টি হয়। শিক্ষার্থীদের হাতে পতাকা ও বাঁশের লাঠি দেখা যায়।
জাফরগঞ্জ মীর আব্দুল গফুর কলেজের শিক্ষার্থী জিহাদুল ইসলাম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ফারুয়ারা আবদুল মতিন খসরু কলেজ ও জাফরগঞ্জ মীর আব্দুল গফুর কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কংশনগর বাজারে অবস্থান নিয়েছে। আমরা কোটা সংস্কার আন্দোলনে নিহতদের হত্যার বিচার চাই।
বিডি প্রতিদিন/হিমেল