মেয়ের বাড়িতে বেড়াতে গিয়ে অসুস্থতায় মারা যান ৭০ বছর বয়সি অবসরপ্রাপ্ত আনসার সদস্য নজির হোসেন। হঠাৎ স্বামীর মৃত্যুর খবর শুনে অসুস্থ হয়ে ৪ ঘণ্টা পর মারা যান স্ত্রী রশিদা বেগমও (৬৫)।
এমনই ঘটনা ঘটেছে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের তালুক হরিদাস গ্রামে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গতকাল সকালে একই সঙ্গে স্বামী-স্ত্রীকে পাশাপাশি দাফন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নওশা মিয়া। স্বজন ও এলাকাবাসী জানান, দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় অসুস্থ ছিলেন নজির হোসেন। এ অবস্থায় সপ্তাহখানেক আগে সদর উপজেলার হাট লক্ষ্মীপুর এলাকায় মেয়ের বাড়িতে বেড়াতে যান তিনি। সেখানে সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান তিনি। এদিকে তার মৃত্যুর খবর শুনে স্ত্রী রশিদা বেগম অসুস্থ হয়ে পড়েন। এ ঘটনার ৪ ঘণ্টা পর নজির হোসেনের লাশ গ্রামের বাড়ি তালুক হরিদাস গ্রামে নিলে তার স্ত্রী আরও বেশি অসুস্থ হয়ে পড়েন। পরে স্বজনরা তাকে হাসপাতালে নেওয়ার পথেই মারা যান তিনি।